০৮:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর হার কমেছে

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে। মৃত্যুর সংখ্যাও লাখ পেরিয়েছে। দেশটিতে গতমাসের তুলনায় মৃতের হার অনেকটা কমলেও কমছে না আক্রান্ত মানুষের সংখ্যা।

করোনা নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে এ তথ্য জানা গেছে। সংস্থাটির ওয়েবসাইটে দেখা যায়, করোনাভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৭০ লাখ ৮৬ হাজার ৭৪০ জন। মারা গেছেন ৪ লাখ ৬ হাজার ১২৭ জন। ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ৩৪ লাখ ৬০ হাজার ১৭০ জন।

আক্রান্ত ও মৃতের তালিকার সবার ওপরে আছে যুক্তরাষ্ট্র। সোমবার (০৮ জুন) সকাল ৯টা পর্যন্ত দেশটিতে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৭ হাজার ৪৪৯ জন। আর মারা গেছেন এক লাখ ১২ হাজার ৪৬৯ জন। মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৬৮ হাজার ৭০৮ জন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জুন মাসের এই কয়দিনে যুক্তরাষ্ট্রে প্রতিদিন গড়ে এক হাজারের মতো প্রাণহানি হয়েছে। এপ্রিলের বেশ কয়েকদিন টানা দুই হাজারের বেশি মৃত্যু দেখেছিল দেশটি। সেই তুলনায় বর্তমানে মৃত্যুহার কিছুটা কমেছে।

যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্যে বাড়ছে করোনার সংক্রমণ। আলাবামা, সাউথ ক্যারোলিনা ও ভার্জিনিয়ায় এক সপ্তাহে আক্রান্ত বেড়েছে প্রায় ৩৫ শতাংশ।

রয়টার্সের হিসাবে, সর্বোচ্চ করোনা সংক্রমিত শীর্ষ ২০ দেশের মধ্যে মৃত্যুহারে ৮ম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। সেখানে প্রতি ১০ হাজার মানুষের মধ্যে মৃত্যুর হার ৩ দশমিক ৩। প্রতি ১০ হাজারে আটজনের মৃত্যু নিয়ে সবার শীর্ষে বেলজিয়াম। এরপরেই রয়েছে যথাক্রমে যুক্তরাজ্য, স্পেন, ইতালি ও সুইডেন।

বিজনেস বাংলাদেশ/ আরিফ

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত: প্রধান উপদেষ্টা

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর হার কমেছে

প্রকাশিত : ১০:০৬:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০

যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে। মৃত্যুর সংখ্যাও লাখ পেরিয়েছে। দেশটিতে গতমাসের তুলনায় মৃতের হার অনেকটা কমলেও কমছে না আক্রান্ত মানুষের সংখ্যা।

করোনা নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে এ তথ্য জানা গেছে। সংস্থাটির ওয়েবসাইটে দেখা যায়, করোনাভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৭০ লাখ ৮৬ হাজার ৭৪০ জন। মারা গেছেন ৪ লাখ ৬ হাজার ১২৭ জন। ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ৩৪ লাখ ৬০ হাজার ১৭০ জন।

আক্রান্ত ও মৃতের তালিকার সবার ওপরে আছে যুক্তরাষ্ট্র। সোমবার (০৮ জুন) সকাল ৯টা পর্যন্ত দেশটিতে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৭ হাজার ৪৪৯ জন। আর মারা গেছেন এক লাখ ১২ হাজার ৪৬৯ জন। মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৬৮ হাজার ৭০৮ জন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জুন মাসের এই কয়দিনে যুক্তরাষ্ট্রে প্রতিদিন গড়ে এক হাজারের মতো প্রাণহানি হয়েছে। এপ্রিলের বেশ কয়েকদিন টানা দুই হাজারের বেশি মৃত্যু দেখেছিল দেশটি। সেই তুলনায় বর্তমানে মৃত্যুহার কিছুটা কমেছে।

যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্যে বাড়ছে করোনার সংক্রমণ। আলাবামা, সাউথ ক্যারোলিনা ও ভার্জিনিয়ায় এক সপ্তাহে আক্রান্ত বেড়েছে প্রায় ৩৫ শতাংশ।

রয়টার্সের হিসাবে, সর্বোচ্চ করোনা সংক্রমিত শীর্ষ ২০ দেশের মধ্যে মৃত্যুহারে ৮ম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। সেখানে প্রতি ১০ হাজার মানুষের মধ্যে মৃত্যুর হার ৩ দশমিক ৩। প্রতি ১০ হাজারে আটজনের মৃত্যু নিয়ে সবার শীর্ষে বেলজিয়াম। এরপরেই রয়েছে যথাক্রমে যুক্তরাজ্য, স্পেন, ইতালি ও সুইডেন।

বিজনেস বাংলাদেশ/ আরিফ