১২:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৮ অক্টোবর ২০২৫

সবুজ সঙ্কেত পেলো শ্রীলঙ্কা!

এশিয়া কাপ আয়োজক দেশ ছিল পাকিস্তান। চিরশত্রু ভারত তাদের মাটিতে যেতে অস্বীকার করায় এতদিন এশিয়া কাপের সম্ভাব্য আয়োজক হিসেবে সংযুক্ত আরব আমিরাতের কথা শোনা গেছে। এবার শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতি শাম্মি সিলভা জানালেন, টুর্নামেন্ট আয়োজনে তাদেরকে সবুজ সঙ্কেত দেওয়া হয়েছে। গত সোমবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এশিয়া কাপের সম্ভাব্য ভেন্যু নিয়ে আলোচনা হয়েছে এবং যথাসময়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

শাম্মি সিলভা বলেন, ‘পিসিবির সঙ্গে আমাদের কথা হয়েছে। বর্তমান বিশ্ব বাস্তবতায় আমাদের টুর্নামেন্ট আয়োজনে তারা এর মধ্যেই রাজি হয়েছে। আজকে (সোমবার) অনলাইনে এসিসির সভা হয়েছে এবং তারা আমাদেরকে টুর্নামেন্ট আয়োজনে সবুজ সঙ্কেত দিয়েছে।’ শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড এখন টুর্নামেন্ট আয়োজনের সম্ভাব্যতা ও স্বাস্থ্য সম্পর্কিত অন্যান্য ব্যাপারগুলো নিয়ে ভাবতে শুরু করেছে বলে জানিয়েছেন শাম্মি সিলভা।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

সবুজ সঙ্কেত পেলো শ্রীলঙ্কা!

প্রকাশিত : ০৫:৩২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২০

এশিয়া কাপ আয়োজক দেশ ছিল পাকিস্তান। চিরশত্রু ভারত তাদের মাটিতে যেতে অস্বীকার করায় এতদিন এশিয়া কাপের সম্ভাব্য আয়োজক হিসেবে সংযুক্ত আরব আমিরাতের কথা শোনা গেছে। এবার শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতি শাম্মি সিলভা জানালেন, টুর্নামেন্ট আয়োজনে তাদেরকে সবুজ সঙ্কেত দেওয়া হয়েছে। গত সোমবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এশিয়া কাপের সম্ভাব্য ভেন্যু নিয়ে আলোচনা হয়েছে এবং যথাসময়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

শাম্মি সিলভা বলেন, ‘পিসিবির সঙ্গে আমাদের কথা হয়েছে। বর্তমান বিশ্ব বাস্তবতায় আমাদের টুর্নামেন্ট আয়োজনে তারা এর মধ্যেই রাজি হয়েছে। আজকে (সোমবার) অনলাইনে এসিসির সভা হয়েছে এবং তারা আমাদেরকে টুর্নামেন্ট আয়োজনে সবুজ সঙ্কেত দিয়েছে।’ শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড এখন টুর্নামেন্ট আয়োজনের সম্ভাব্যতা ও স্বাস্থ্য সম্পর্কিত অন্যান্য ব্যাপারগুলো নিয়ে ভাবতে শুরু করেছে বলে জানিয়েছেন শাম্মি সিলভা।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার