১০:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪

সাঙ্গাকারাকে আইসিসির সভাপতি চায় শ্রীলংকা

কুমার সাঙ্গাকারা

মাঠ ও মাঠের বাইরে বরাবরই দারুণ অনুপ্রেরণাদায়ী চরিত্র কুমার সাঙ্গাকারা। দেড় দশকের দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য অর্জন রয়েছে তার। বর্তমানে এমসিসির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এই কিংবদন্তি। এবার আইসিসির সভাপতি হিসেবে তাকে দেখার আগ্রহ প্রকাশ করেছে শ্রীলংকান ক্রিকেট বোর্ড (এসএলসি)।

লংকান ক্রিকেট বোর্ডের সাধারণ সম্পাদক মোহন ডি সিলভা মনে করেন, সাঙ্গাকারা আইসিসির সভাপতি পদের যোগ্য দাবিদার। তাকে যথাযথ সমর্থনের জন্য ক্রিকেট বোর্ড প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

আইসিসির সভাপতি না হলে নিজ দেশের ক্রিকেটে বড় কোনো দায়িত্বে সাঙ্গাকারাকে দেখতে চান ডি সিলভা। লংকান সংবাদ মাধ্যম সিলন টুডেতে তিনি বলেন, ‘আমরা সাঙ্গাকারার এমসিসি’র সভাপতি পদের সময়সীমা শেষ হওয়ার অপেক্ষায় আছি। এটি শেষ হলে আমরা শ্রীলংকার ক্রিকেটে তার অভিজ্ঞতা ব্যবহার করতে চাই। তবে শুধু শ্রীলংকা নয়, আমরা তাকে আইসিসির বড় পদেও দেখতে চাই।’

ডি সিলভা আরো বলেন, ‘আমরা চাই সাঙ্গাকারা আইসিসির সভাপতি হোক। বেশ অনেক বছর ধরেই শ্রীলংকা থেকে কেউ আইসিসির এই পদে আসীন হতে পারেনি। আমরা মনে করে সাঙ্গা আমাদের সবচেয়ে যোগ্যতর প্রার্থী।’

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

সাঙ্গাকারাকে আইসিসির সভাপতি চায় শ্রীলংকা

প্রকাশিত : ০৩:৩৪:০৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০

মাঠ ও মাঠের বাইরে বরাবরই দারুণ অনুপ্রেরণাদায়ী চরিত্র কুমার সাঙ্গাকারা। দেড় দশকের দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য অর্জন রয়েছে তার। বর্তমানে এমসিসির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এই কিংবদন্তি। এবার আইসিসির সভাপতি হিসেবে তাকে দেখার আগ্রহ প্রকাশ করেছে শ্রীলংকান ক্রিকেট বোর্ড (এসএলসি)।

লংকান ক্রিকেট বোর্ডের সাধারণ সম্পাদক মোহন ডি সিলভা মনে করেন, সাঙ্গাকারা আইসিসির সভাপতি পদের যোগ্য দাবিদার। তাকে যথাযথ সমর্থনের জন্য ক্রিকেট বোর্ড প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

আইসিসির সভাপতি না হলে নিজ দেশের ক্রিকেটে বড় কোনো দায়িত্বে সাঙ্গাকারাকে দেখতে চান ডি সিলভা। লংকান সংবাদ মাধ্যম সিলন টুডেতে তিনি বলেন, ‘আমরা সাঙ্গাকারার এমসিসি’র সভাপতি পদের সময়সীমা শেষ হওয়ার অপেক্ষায় আছি। এটি শেষ হলে আমরা শ্রীলংকার ক্রিকেটে তার অভিজ্ঞতা ব্যবহার করতে চাই। তবে শুধু শ্রীলংকা নয়, আমরা তাকে আইসিসির বড় পদেও দেখতে চাই।’

ডি সিলভা আরো বলেন, ‘আমরা চাই সাঙ্গাকারা আইসিসির সভাপতি হোক। বেশ অনেক বছর ধরেই শ্রীলংকা থেকে কেউ আইসিসির এই পদে আসীন হতে পারেনি। আমরা মনে করে সাঙ্গা আমাদের সবচেয়ে যোগ্যতর প্রার্থী।’

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার