তামিম ইকবাল বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক হয়েছেন বেশিদিন হয়নি। মাঠে নিজের কারিশমা প্রমাণের সুযোগও মেলেনি। এরই মধ্যে তো চলে এলো করোনা। তবে তামিম শুধু যেন মাঠের অধিনায়ক হয়েই থাকতে চান না, মাঠের বাইরেও নানা মহৎ কাজে নেতৃত্ব দিয়ে চলেছেন তিনি।
সর্বশেষ তামিমের নাম চলে এলো জাতীয় দলের তারকা লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লবের বিপদের মুহূর্তে। বিপ্লবের বাবা আবদুল কুদ্দুস বেশ কয়েকদিন ধরেই শ্বাসকষ্টে ভুগছেন। চারদিকে করোনা, দ্রুতই তাকে হাসপাতালে ভর্তি করার চেষ্টা চলছিল।
কিন্তু এখন স্বাস্থ্য বিভাগে কেমন চাপ, সেটা সবাই-ই জানেন। অসুস্থ বাবাকে নিয়ে দুই দিন ধরে অন্তত পাঁচটি হাসপাতালে ঘুরেছেন বিপ্লব। ভর্তি করাতে পারেননি। শেষ পর্যন্ত তামিম ইকবাল এগিয়ে এসেছেন সতীর্থের পরিবারের সাহায্যে। বুধবার সন্ধ্যায় তার সহায়তায় বিপ্লবের বাবা হাসপাতাল পেয়েছেন, ভর্তি করা হয়েছে মিরপুর হার্ট ফাউন্ডেশনে।
বিপ্লব জানান, বাবাকে নিয়ে ভীষণ দুশ্চিন্তায় ছিলেন। শেষ পর্যন্ত হাসপাতালে ভর্তি করতে পারায় স্বস্তি পাচ্ছেন। তবে বাবা যেহেতু, উদ্বেগ-উৎকণ্ঠা তো আছেই। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত সেটা কাটবেও না।
জাতীয় দলে এই লেগস্পিনার আরও জানালেন, হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে তার বাবাকে। সকালে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে ডাক্তাররা ধারণা করছেন, হার্টের সমস্যা থেকে শ্বাসকষ্ট হতে পারে।
বিজনেস বাংলাদেশ/ এস শিকদার