০১:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪

কুষ্টিয়ায় ১২১ নমুনা পরীক্ষায় ২৪ জনের পজেটিভ

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে বৃহস্পতিবার গত ২৪ ঘন্টায় ১২১টি নমুনা পরীক্ষায় ২৪ জনের দেহে করোনা ভাইরাস পজেটিভ পাওয়া গেছে বলে কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম নিশ্চিত করেছেন।

গত ২৪ ঘন্টা বৃহস্পতিবার ২৪জনের দেহে করোনা ভাইরাসে আক্রান্তের মধ্যে রয়েছে কুষ্টিয়া সদরে ২০জন, দৌলতপুরে ১জন ও মিরপুরে ৩জন । আক্রান্ত ব্যক্তিরা হলেন, কুষ্টিয়া সদরের ১৩ জনের ঠিকানা পুলিশ লাইন , বের-বাড়াদি, হরিনারায়ণপুর, হাউজিং এ ব্লক, কলেজপাড়া ও কোর্টপাড়া। দৌলতপুরের ব্যক্তির ঠিকানা প্রাগপুর। মিরপুরের ব্যক্তির ঠিকানা ধুবাইল ও পোড়াদহ। বৃহস্পতিব্রা নতুন সনাক্ত ১৯জন পুরুষ ও ৫ জন নারী।

উপজেলা ভিত্তিক এ পর্যন্ত রোগী সনাক্ত, দৌলতপুর ২৯, ভেড়ামারা ৩৩, মিরপুর ১৮, সদর ৮৫,কুমারখালী ২৫, খোকসা ১২ জন। সুস্থ হয়ে ছাড় পেয়েছেন মোট ৩৯ জন। পুরুষ রোগী ১৫২, নারী ৫০ জন। উপজেলা ভিত্তিক সুস্থ ৩৭ জন। এর মধ্যে  দৌলতপুর ১২, ভেড়ামারা ২, মিরপুর৭, সদর ৬, কুমারখালী ৯, খোকসা ১ জন। বহিরাগত সুস্থ ২ জন। বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ১৫৬ জন। হাসপাতালে চিকিৎসাধীন ৭ জন। খুলনায় চিকিৎসাধীন ২ জন।

উল্লেখ্য গতকাল পর্যন্ত কুষ্টিয়ায় ২০৩ জন করোনা ভাইরাস শনাক্ত হলো।

 

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ

জনপ্রিয়

মুরাদনগরের সাবেক ৫বারের এমপি কায়কোবাদের অপেক্ষায় নেতাকর্মী ও সাধারণ মানুষ

কুষ্টিয়ায় ১২১ নমুনা পরীক্ষায় ২৪ জনের পজেটিভ

প্রকাশিত : ০৭:৫৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২০

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে বৃহস্পতিবার গত ২৪ ঘন্টায় ১২১টি নমুনা পরীক্ষায় ২৪ জনের দেহে করোনা ভাইরাস পজেটিভ পাওয়া গেছে বলে কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম নিশ্চিত করেছেন।

গত ২৪ ঘন্টা বৃহস্পতিবার ২৪জনের দেহে করোনা ভাইরাসে আক্রান্তের মধ্যে রয়েছে কুষ্টিয়া সদরে ২০জন, দৌলতপুরে ১জন ও মিরপুরে ৩জন । আক্রান্ত ব্যক্তিরা হলেন, কুষ্টিয়া সদরের ১৩ জনের ঠিকানা পুলিশ লাইন , বের-বাড়াদি, হরিনারায়ণপুর, হাউজিং এ ব্লক, কলেজপাড়া ও কোর্টপাড়া। দৌলতপুরের ব্যক্তির ঠিকানা প্রাগপুর। মিরপুরের ব্যক্তির ঠিকানা ধুবাইল ও পোড়াদহ। বৃহস্পতিব্রা নতুন সনাক্ত ১৯জন পুরুষ ও ৫ জন নারী।

উপজেলা ভিত্তিক এ পর্যন্ত রোগী সনাক্ত, দৌলতপুর ২৯, ভেড়ামারা ৩৩, মিরপুর ১৮, সদর ৮৫,কুমারখালী ২৫, খোকসা ১২ জন। সুস্থ হয়ে ছাড় পেয়েছেন মোট ৩৯ জন। পুরুষ রোগী ১৫২, নারী ৫০ জন। উপজেলা ভিত্তিক সুস্থ ৩৭ জন। এর মধ্যে  দৌলতপুর ১২, ভেড়ামারা ২, মিরপুর৭, সদর ৬, কুমারখালী ৯, খোকসা ১ জন। বহিরাগত সুস্থ ২ জন। বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ১৫৬ জন। হাসপাতালে চিকিৎসাধীন ৭ জন। খুলনায় চিকিৎসাধীন ২ জন।

উল্লেখ্য গতকাল পর্যন্ত কুষ্টিয়ায় ২০৩ জন করোনা ভাইরাস শনাক্ত হলো।

 

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ