ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলির ব্যাটিং সম্পর্কে জানেন না এমন খেলোয়াড় নেই। আর নতুন বছরের ক্যাপ্টেন কোহলির প্রথম অ্যাসাইনমেন্ট দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
আর তাই ভারতের বিপক্ষে সিরিজের আগে কোহলি ও তার সর্ম্পকে সতীর্থদের সতর্ক করেছেন দক্ষিণ আফ্রিকার মারকুটে ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স।
কোহলিকে নিয়ে ডি ভিলিয়ার্স বলেন, ‘এই মুহূর্তে কোহলি বিশ্বসেরা অধিনায়কদের একজন। তাকে প্রথম যখন অধিনায়কত্ব করতে দেখেছি তার চেয়ে এখন তার অনেক পরিবর্তন, উন্নতি হয়েছে। একজন অধিনায়ক হিসেবে কোহলি কতটা দৃঢ় প্রতিজ্ঞ আমরা সবাই সেটা জানি। অবশ্যই তিনি এখানে জিততে এবং ইতিহাস সৃষ্টি করতেই আসবেন।’
প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারত কখনো টেস্ট সিরিজ জিততে পারেনি। সফরকারী হিসেবে ভারতের সেরা সাফল্য ছিল ২০১১ সালে ১-১ ব্যবধানে সিরিজ ড্র করা। ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিন টেস্টেও সিরিজ শুরু হবে ৫ জানুয়ারি।
ইনজুরির কারণে প্রায় দুই বছরের অধিক সময় যাবত টেস্ট ক্রিকেটের বাইরে থাকা ডি ভিলিয়ার্স সর্বশেষ ২০১৬ সালে জানুয়ারিতে লংগার ভার্সনে খেলেছেন ইংল্যান্ডের বিপক্ষে।


























