সাতক্ষীরার আশাশুনী উপজেলায় নদীর পাড়ে পরিবারের সঙ্গে বাস করতো এক ছোট্ট শিশু। সর্বনাশা নদী ভাঙনে বসতবাড়ি হারিয়ে নিঃস্বপ্রায় তামিম নামের সেই শিশুটি। তীব্র খাদ্য সঙ্কটের মাঝে দিন অতিবাহিত করছে ছোট্ট তামিমের পরিবার। খবর পেয়েই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবাল।
পরিবারের এই দুঃসময়েও ক্ষুদে তামিমের ক্রিকেট প্রেমে কমতি পড়েনি। নদী ভাঙনের আগে বাংলাদেশ দলের একটি ছোট্ট জার্সি ছিল তার কাছে। ঘর ভেঙে যাওয়ার সময় সেই জার্সিটিও নদীতে ভেসে গেছে। এই কারণে একটি ফাউন্ডেশনের পক্ষ থেকে সাহায্য প্রদান করতে গেলে উপস্থিত স্বেচ্ছাসেবকদের কাছে ক্রিকেটার তামিমের জার্সি ও ব্যাট চেয়ে বসে ক্ষুদে তামিম।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে শিশুর আবদারটি শেয়ার করেন স্বেচ্ছাসেবকেরা। এই ঘটনা জানতে পারা মাত্রই এগিয়ে আসেন তামিম ইকবাল। এরই মধ্যে স্বেচ্ছাসেবকদের জানিয়ে দিয়েছেন, ছোট্ট এই শিশুকে শুধু জার্সি নয়, নগদ অর্থ ও খাদ্য সামগ্রীও পাঠাবেন তিনি।
করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার শুরু থেকেই দেশের খেটে খাওয়া মানুষের পাশে প্রতিনিয়ত দাঁড়াচ্ছেন তামিম ইকবাল। এরই মধ্যে অসংখ্য মানুষকে সাহায্য করেছেন তিনি। নিজের সঞ্চয়ের অর্থ ভেঙ্গে তার এমন মহানুভবতা চারদিকে প্রচুর প্রশংসা কুড়াচ্ছে।
বিজনেস বাংলাদেশ/ এস শিকদার