করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সুরকার ও সংগীত পরিচালক সুজেয় শ্যাম। টানা ১১ দিন এই ভাইরাসের সঙ্গে লড়াই করে জয়ী হয়েছেন তিনি। হাসপাতালে চিকিৎসা নেয়ার পর করোনাকে হারিয়ে অবশেষে বাসায় ফিরেছেন।
দুইবার করোনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ হওয়ার পর তিনি বাসায় ফেরার অনুমতি পান বলে গণমাধ্যমকে জানান সুজেয় শ্যামের ছেলে রূপ মঞ্জুরী শ্যাম। তিনি বলেন, বাবার রেজাল্ট দুটোই নেগেটিভ আসার পরে তাঁকে বাসায় নিয়ে এসেছি। তিনি এখন সম্পূর্ণ সুস্থ। আপাতত কোনো ধরনের সমস্যা নেই। চিকিৎসকের নির্দেশনা মেনেই তিনি চলছেন।
মঞ্জুরী শ্যাম বলেন, গত ৩০ মে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে বাবার স্বাস্থ্য পরীক্ষায় করোনা পজিটিভ ধরা পড়ে। এর আগে, ২৬ মে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ২৭ মে তাকে নেয়া হয় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। সেখানে করোনা টেস্টের নমুনা সংগ্রহ করার পর বাসায় নিয়ে আসি। এরপর ফলাফল পজিটিভ হলে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করি।
দেশের চলচ্চিত্রের গানে অসাধারণ অবদান রেখে শ্রেষ্ঠ সংগীত পরিচালক হিসেবে এ পর্যন্ত ৩টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন সুজেয় শ্যাম। মুক্তিযুদ্ধের সময়ে স্বাধীন বাংলা বেতারে প্রচারিত তার সুর করা গানগুলোর মধ্যে ‘বিজয় নিশান উড়ছে ঐ’, ‘রক্ত দিয়ে নাম লিখেছি, বাংলাদেশের নাম’, ‘আজ রণ সাজে বাজিয়ে বিষাণ’, ‘মুক্তির একই পথ সংগ্রাম’, ‘ওরে আয়রে তোরা শোন’, ‘আয়রে চাষী মজুর কুলি’, ‘রক্ত চাই, রক্ত চাই’, ‘আহা ধন্য আমার’ উল্লেখযোগ্য।
বিজনেস বাংলাদেশ/ এস শিকদার