০৪:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫

ক্রীড়াঙ্গনে শোকের ছায়া সুশান্তের মৃত্যুতে

ভারতের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুত মারা গেছেন। রোববার সকালে মুম্বাইয়ের বান্দ্রায় নিজ ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে সুশান্তের মৃত্যুকে আত্মহত্যা বলে মনে করছে পুলিশ। এদিকে ৩৪ বছর বয়সী এই তারকার অকাল প্রয়াণে ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বায়োপিক এমএস ধোনি: দ্য আনটোলদ স্টোরিতে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়ান সুশান্ত। এছাড়া কাই পো ছে, পি কে, শুদ্ধ দেশি রোমান্স, ছিচোড়ে, রাবতা সহ অনেক ব্লকবাস্টার মুভিতে অভিনয় করেছেন তিনি।

এই বলিউড তারকার মৃত্যুতে অনেক ক্রিকেট তারকাই শোক জানিয়েছেন। সাবেক ভারতীয় পেসার ইরফান পাঠান লখেছেন, সুশান্তের আত্মহত্যার খবরে আমি গভীরভাবে শোকাহত। তার পরিবারের জন্য সমবেদনা জ্ঞাপন করছি।

শিখর ধাওয়ান লিখেছেন, আমি এটা বিশ্বাসই করতে পারছি না। মনে হচ্ছে শক খেয়েছি। তার পরিবারের জন্য প্রার্থনা করছি।

অলরাউন্ডার ক্রুনাল পান্ডিয়া লিখেছেন, সুশান্তের মৃত্যুর খবরে যেন পুড়ে যাচ্ছি। এছাড়া বিখ্যাত ধারাভাষ্যকার হার্শা ভোগলে লেখেন, কেউ আমাকে ঝাঁকান। আমি মনে হয় ভুল শুনেছি।

সাবেক ভারতীয় অফস্পিনার হরভজন সিং লিখেছেন, দয়া করে কেউ আমাকে বলুন এটা মিথ্যা সংবাদ। সুশান্ত আর নেই এটা বিশ্বাসই করতে পারছি না।

এছাড়া আরো অনেক ক্রীড়া তারকা ও ক্রিকেট বিশ্লেষক সুশান্তের মৃত্যুতে শোক জানিয়েছেন।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

চট্টগ্রাম বন্দরে বিদেশি নাগরিকের উপর ছিনতাইকারীর বর্বর হামলা ,দুই ছিনতাইকারী আটক

ক্রীড়াঙ্গনে শোকের ছায়া সুশান্তের মৃত্যুতে

প্রকাশিত : ০৫:০০:২৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০

ভারতের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুত মারা গেছেন। রোববার সকালে মুম্বাইয়ের বান্দ্রায় নিজ ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে সুশান্তের মৃত্যুকে আত্মহত্যা বলে মনে করছে পুলিশ। এদিকে ৩৪ বছর বয়সী এই তারকার অকাল প্রয়াণে ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বায়োপিক এমএস ধোনি: দ্য আনটোলদ স্টোরিতে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়ান সুশান্ত। এছাড়া কাই পো ছে, পি কে, শুদ্ধ দেশি রোমান্স, ছিচোড়ে, রাবতা সহ অনেক ব্লকবাস্টার মুভিতে অভিনয় করেছেন তিনি।

এই বলিউড তারকার মৃত্যুতে অনেক ক্রিকেট তারকাই শোক জানিয়েছেন। সাবেক ভারতীয় পেসার ইরফান পাঠান লখেছেন, সুশান্তের আত্মহত্যার খবরে আমি গভীরভাবে শোকাহত। তার পরিবারের জন্য সমবেদনা জ্ঞাপন করছি।

শিখর ধাওয়ান লিখেছেন, আমি এটা বিশ্বাসই করতে পারছি না। মনে হচ্ছে শক খেয়েছি। তার পরিবারের জন্য প্রার্থনা করছি।

অলরাউন্ডার ক্রুনাল পান্ডিয়া লিখেছেন, সুশান্তের মৃত্যুর খবরে যেন পুড়ে যাচ্ছি। এছাড়া বিখ্যাত ধারাভাষ্যকার হার্শা ভোগলে লেখেন, কেউ আমাকে ঝাঁকান। আমি মনে হয় ভুল শুনেছি।

সাবেক ভারতীয় অফস্পিনার হরভজন সিং লিখেছেন, দয়া করে কেউ আমাকে বলুন এটা মিথ্যা সংবাদ। সুশান্ত আর নেই এটা বিশ্বাসই করতে পারছি না।

এছাড়া আরো অনেক ক্রীড়া তারকা ও ক্রিকেট বিশ্লেষক সুশান্তের মৃত্যুতে শোক জানিয়েছেন।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার