০৭:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

খণ্ডিত বক্তব্যে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে: শিক্ষামন্ত্রী

রবিবার শিক্ষাভবনে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) কর্মকর্তাদের ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী দুর্নীতি নিয়ে বলেছিলেন, ‘ঘুষ খান, কিন্তু সহনশীল মাত্রায় খান। খালি যে অফিসার চোর, তা না, মন্ত্রীরাও চোর, আমিও চোর… সবাইকে আমাদের পরিবর্তন করতে হবে। ’ এমন বক্তব্যের পর তোলপাড় সৃষ্টি হয়। ‘ঘুষের সহনীয় মাত্রা’ বিষয়ক ওই বক্তব্য স্পষ্ট করতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

আজ বুধবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলন করেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি বলেন জানিয়েছেন, আমার বক্তব্য বেশির ভাগ গণমাধ্যমে যথাযথভাবে তুলে ধরা হলেও কতিপয় পত্রিকা ও অনলাইন সংবাদ মাধ্যমে তা খণ্ডিতভাবে প্রকাশ হয়েছে। এ জন্য আমার বক্তব্য নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়। এর ওপর ভিত্তি করে অনেকের বক্তব্য জনমনে আরও বিভ্রান্তি ছড়াচ্ছে।

লিখিত বক্তব্যে মন্ত্রী আরো বলেন, বিশিষ্টজনদের কেউ কেউ কতিপয় মিডিয়ার খণ্ডিত ও ভিত্তিহীন সংবাদের ওপর ভিত্তি করে আমার বিরুদ্ধে নানা প্রশ্ন তুলছেন। তাদের উদ্দেশ্যে সবিনয়ে বলতে চাই- সুদীর্ঘ কাল ধরে আপনারা আমার সততার সংগ্রাম, নীতি-আদর্শ, কর্তব্যনিষ্ঠা, দায়িত্ববোধ বিষয়ে অবগত। মিডিয়ার খণ্ডিত ভিত্তিহীন সংবাদের ওপর ভিত্তি করে কোন মন্তব্য করার আগে সরাসরি আমাকে প্রশ্ন করলে অনেক বেশি খুশি হতাম।

 

ট্যাগ :
জনপ্রিয়

ময়মনসিংহে ৩ দিনব্যাপী কৃষি মেলা শুরু

খণ্ডিত বক্তব্যে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে: শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ০৩:১৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০১৭

রবিবার শিক্ষাভবনে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) কর্মকর্তাদের ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী দুর্নীতি নিয়ে বলেছিলেন, ‘ঘুষ খান, কিন্তু সহনশীল মাত্রায় খান। খালি যে অফিসার চোর, তা না, মন্ত্রীরাও চোর, আমিও চোর… সবাইকে আমাদের পরিবর্তন করতে হবে। ’ এমন বক্তব্যের পর তোলপাড় সৃষ্টি হয়। ‘ঘুষের সহনীয় মাত্রা’ বিষয়ক ওই বক্তব্য স্পষ্ট করতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

আজ বুধবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলন করেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি বলেন জানিয়েছেন, আমার বক্তব্য বেশির ভাগ গণমাধ্যমে যথাযথভাবে তুলে ধরা হলেও কতিপয় পত্রিকা ও অনলাইন সংবাদ মাধ্যমে তা খণ্ডিতভাবে প্রকাশ হয়েছে। এ জন্য আমার বক্তব্য নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়। এর ওপর ভিত্তি করে অনেকের বক্তব্য জনমনে আরও বিভ্রান্তি ছড়াচ্ছে।

লিখিত বক্তব্যে মন্ত্রী আরো বলেন, বিশিষ্টজনদের কেউ কেউ কতিপয় মিডিয়ার খণ্ডিত ও ভিত্তিহীন সংবাদের ওপর ভিত্তি করে আমার বিরুদ্ধে নানা প্রশ্ন তুলছেন। তাদের উদ্দেশ্যে সবিনয়ে বলতে চাই- সুদীর্ঘ কাল ধরে আপনারা আমার সততার সংগ্রাম, নীতি-আদর্শ, কর্তব্যনিষ্ঠা, দায়িত্ববোধ বিষয়ে অবগত। মিডিয়ার খণ্ডিত ভিত্তিহীন সংবাদের ওপর ভিত্তি করে কোন মন্তব্য করার আগে সরাসরি আমাকে প্রশ্ন করলে অনেক বেশি খুশি হতাম।