১২:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

‘রিয়াল এখন আমার কাছে অতীত’

গ্রীষ্মের দলবদলের সময় আলোচনার বড় একটা অংশ জুড়েই ছিলেন কিলিয়ান এমবাপে। ফ্রান্সের এই তরুণ বিস্ময়কে দলে টানার জন্য হুমড়ি খেয়ে পড়েছিল ইউরোপের নামাদামী ক্লাব গুলো। শেষ পর্যন্ত সবাইকে টেক্কা দিয়ে ফ্রান্সের এই তরুণকে দলে ভিড়িয়েছে পিএসজি। কিন্তু পিএসজি নয়, এমবাপের যাওয়ার কথা ছিল রিয়াল মাদ্রিদে। ১৮ বছর বয়সী তরুণকে নেওয়ার জন্য রিয়াল লোভনীয় প্রস্তাব পাঠিয়েছিল বলেই গুঞ্জন রটেছিল। এতোদিন এমবাপে নিজেই স্বীকার করলেন, রিয়ালের সঙ্গে সত্যি সত্যিই কথা হয়েছিল তার!

কিন্তু তাদের সেই গোপন আলোচনা শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি। তবে যা হয়নি, তা নিয়ে আর মাথা ঘামাতে রাজি নন ফরাসি তরুণ। তিনি এখন পিএসজির, এটাই বাস্তবতা। এই বাস্তব নিয়েই নিয়েই সুখী এমবাপে।

রিয়ালে যেতে না পারা নিয়ে কোনো অনুতাপ, অনুশোচনাও নেই তার। পিএসজিতেই সুখে আছেন দাবি করে এমবাপে তাই বললেন, রিয়ালের সঙ্গে আলোচনার বিষয়টা এখন তার কাছে অতীত! সেই অতীতের দিকে ফিরে তাকাতে রাজি নন।

ফ্রান্সের এই তরুণের প্রতিভায় সব ফুটবলবোদ্ধারাই মুগ্ধ। সর্বকালের অন্যতম সেরা হিসেবে বিবেচিত আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর ডিয়েগো ম্যারাডোনাও এমবাপের প্রতিভা-দক্ষতায় মুগ্ধ। ম্যারাডোনা এতোটাই মুগ্ধ যে, তিনি নাকি নিজেই রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজকে পরামর্শ দিয়েছিলেন এমবাপেকে কেনার জন্য।

শুধু প্রতিভা-দক্ষতায় নয়, কথা-বার্তাতেও দারুণ চটপটে এমবাপে। কথা বলেন বেশ গুছিয়ে। বিজ্ঞজনের মতো। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে নিজের সেই বাকপটুতার প্রমাণই দিলেণ এমবাপে।

রিয়ালের সঙ্গে সম্ভাব্য চুক্তির বিষয়ে আলোচনা প্রসঙ্গ উঠতেই গুরুগম্ভীর ভাষায় জানিয়ে দিলেন, ‘হ্যাঁ, এটা সত্যি যে, আমাদের মধ্যে কথা হয়েছিল। কিন্তু সেসব এখন আমার কাছে অতীত। অতীত রিয়ালের কাছেও।’

সাক্ষাৎকারে রিয়ালের সঙ্গে আলোচনার সবিস্তার বর্ণনাই করেছেন এমবাপে। কথা বলেছেন তার স্বপ্নের নায়ক ক্রিস্তিয়ানো রোনালদো, বর্তমান সতীর্থ নেইমারের সঙ্গে যোগাযোগ, চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলতে তার পিএসজির সঙ্গে রিয়ালের দ্বৈরথসহ আরও অনেক বিষয় নিয়েই। তবে তার সাক্ষাৎকারটি প্রকাশিত হবে আজ বুধবারের সংখ্যায়। মানে বাংলাদেশে এমবাপের পূর্ণাঙ্গ সাক্ষাৎকারটি পাওয়া যাবে মধ্যরাতের পর।

বিজনেস বাংলাদেশ/রবিউল কমল

ট্যাগ :
জনপ্রিয়

কৃষকের মেরুদণ্ড শক্তশালী হলে জাতির মেরুদণ্ড শক্তিশালী হবে: ফারজানা শারমিন পুতুল

‘রিয়াল এখন আমার কাছে অতীত’

প্রকাশিত : ০৩:২১:০৮ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০১৭

গ্রীষ্মের দলবদলের সময় আলোচনার বড় একটা অংশ জুড়েই ছিলেন কিলিয়ান এমবাপে। ফ্রান্সের এই তরুণ বিস্ময়কে দলে টানার জন্য হুমড়ি খেয়ে পড়েছিল ইউরোপের নামাদামী ক্লাব গুলো। শেষ পর্যন্ত সবাইকে টেক্কা দিয়ে ফ্রান্সের এই তরুণকে দলে ভিড়িয়েছে পিএসজি। কিন্তু পিএসজি নয়, এমবাপের যাওয়ার কথা ছিল রিয়াল মাদ্রিদে। ১৮ বছর বয়সী তরুণকে নেওয়ার জন্য রিয়াল লোভনীয় প্রস্তাব পাঠিয়েছিল বলেই গুঞ্জন রটেছিল। এতোদিন এমবাপে নিজেই স্বীকার করলেন, রিয়ালের সঙ্গে সত্যি সত্যিই কথা হয়েছিল তার!

কিন্তু তাদের সেই গোপন আলোচনা শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি। তবে যা হয়নি, তা নিয়ে আর মাথা ঘামাতে রাজি নন ফরাসি তরুণ। তিনি এখন পিএসজির, এটাই বাস্তবতা। এই বাস্তব নিয়েই নিয়েই সুখী এমবাপে।

রিয়ালে যেতে না পারা নিয়ে কোনো অনুতাপ, অনুশোচনাও নেই তার। পিএসজিতেই সুখে আছেন দাবি করে এমবাপে তাই বললেন, রিয়ালের সঙ্গে আলোচনার বিষয়টা এখন তার কাছে অতীত! সেই অতীতের দিকে ফিরে তাকাতে রাজি নন।

ফ্রান্সের এই তরুণের প্রতিভায় সব ফুটবলবোদ্ধারাই মুগ্ধ। সর্বকালের অন্যতম সেরা হিসেবে বিবেচিত আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর ডিয়েগো ম্যারাডোনাও এমবাপের প্রতিভা-দক্ষতায় মুগ্ধ। ম্যারাডোনা এতোটাই মুগ্ধ যে, তিনি নাকি নিজেই রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজকে পরামর্শ দিয়েছিলেন এমবাপেকে কেনার জন্য।

শুধু প্রতিভা-দক্ষতায় নয়, কথা-বার্তাতেও দারুণ চটপটে এমবাপে। কথা বলেন বেশ গুছিয়ে। বিজ্ঞজনের মতো। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে নিজের সেই বাকপটুতার প্রমাণই দিলেণ এমবাপে।

রিয়ালের সঙ্গে সম্ভাব্য চুক্তির বিষয়ে আলোচনা প্রসঙ্গ উঠতেই গুরুগম্ভীর ভাষায় জানিয়ে দিলেন, ‘হ্যাঁ, এটা সত্যি যে, আমাদের মধ্যে কথা হয়েছিল। কিন্তু সেসব এখন আমার কাছে অতীত। অতীত রিয়ালের কাছেও।’

সাক্ষাৎকারে রিয়ালের সঙ্গে আলোচনার সবিস্তার বর্ণনাই করেছেন এমবাপে। কথা বলেছেন তার স্বপ্নের নায়ক ক্রিস্তিয়ানো রোনালদো, বর্তমান সতীর্থ নেইমারের সঙ্গে যোগাযোগ, চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলতে তার পিএসজির সঙ্গে রিয়ালের দ্বৈরথসহ আরও অনেক বিষয় নিয়েই। তবে তার সাক্ষাৎকারটি প্রকাশিত হবে আজ বুধবারের সংখ্যায়। মানে বাংলাদেশে এমবাপের পূর্ণাঙ্গ সাক্ষাৎকারটি পাওয়া যাবে মধ্যরাতের পর।

বিজনেস বাংলাদেশ/রবিউল কমল