১১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

শাহজালালে আড়াই কেজি সোনাসহ গ্রেফতার ২

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আড়াই কেজি ওজনের ১২টি সোনার বারসহ দুজনকে গ্রেফতার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিম।

বুধবার দুবাই থেকে এমিরেটসের একটি বিমানে আগত ওই দুই ভারতীয় যাত্রীর কাছ থেকে সোনার বারগুলো জব্দ করা হয়।

ঢাকা কাস্টমসের সহকারী পরিচালক এইচ এম আহসানুল কবির এসব তথ্য জানিয়েছেন।

ঢাকা কাস্টমস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শাহজালাল বিমানবন্দরে দুবাই থেকে আসা এমিরেটস ফ্লাইটের ইকে-586 বিমানে আগত দুই যাত্রী গ্রিন চ্যানেলে আসার পর তাদের শনাক্ত করা হয়। তাদের মধ্যে ঈশ্বর দাস নামে একজনের কাছ থেকে ১ কেজি ২৯৫ গ্রাম ও গুরজান শিংয়ের কাছ থেকে ১ কেজি ৩২৫ গ্রাম সোনার বার জব্দ করা হয়।

সোনার বারগুলো যাত্রীদের শরীরের রেক্টামের ভেতর লুকানো অবস্থায় ছিল। যার বর্তমান বাজার মূল্য প্রায় ১ কোটি ৩১ লাখ টাকা।

এ বিষয়ে ফৌজদারী আইনে মামলা করে বিমানবন্দর থানায় তাদের সোপর্দ করা হয়েছে।

জনপ্রিয়

গাজীপুর রেড ক্রিসেন্ট নির্বাচন: বিএনপি সমর্থিত বাবুল-টুলু প্যানেলের নিরঙ্কুশ জয়

শাহজালালে আড়াই কেজি সোনাসহ গ্রেফতার ২

প্রকাশিত : ০৩:৫৬:২০ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০১৭

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আড়াই কেজি ওজনের ১২টি সোনার বারসহ দুজনকে গ্রেফতার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিম।

বুধবার দুবাই থেকে এমিরেটসের একটি বিমানে আগত ওই দুই ভারতীয় যাত্রীর কাছ থেকে সোনার বারগুলো জব্দ করা হয়।

ঢাকা কাস্টমসের সহকারী পরিচালক এইচ এম আহসানুল কবির এসব তথ্য জানিয়েছেন।

ঢাকা কাস্টমস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শাহজালাল বিমানবন্দরে দুবাই থেকে আসা এমিরেটস ফ্লাইটের ইকে-586 বিমানে আগত দুই যাত্রী গ্রিন চ্যানেলে আসার পর তাদের শনাক্ত করা হয়। তাদের মধ্যে ঈশ্বর দাস নামে একজনের কাছ থেকে ১ কেজি ২৯৫ গ্রাম ও গুরজান শিংয়ের কাছ থেকে ১ কেজি ৩২৫ গ্রাম সোনার বার জব্দ করা হয়।

সোনার বারগুলো যাত্রীদের শরীরের রেক্টামের ভেতর লুকানো অবস্থায় ছিল। যার বর্তমান বাজার মূল্য প্রায় ১ কোটি ৩১ লাখ টাকা।

এ বিষয়ে ফৌজদারী আইনে মামলা করে বিমানবন্দর থানায় তাদের সোপর্দ করা হয়েছে।