ভারতে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল বিশ্বকাপের নতুন সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ফুটবল এসোসিয়েশন (ফিফা)। এর আগে চলতি বছরের অক্টোবর-নভেম্বরে এই আসর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে নতুন সূচি অনুসারে আগামি বছরের ১৭ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত এই আসর চলবে।

মূলত করোনাভাইরাসের কারণেই এবারের আসরটি পিছিয়ে দেয়া হয়েছে। মঙ্গলবার এই বিশ্বকাপের নতুন সূচি প্রকাশ করে ফিফা। সেখানেই জানানো হয়, আগামী বছর ১৭ ফেব্রুয়ারি শুরু হবে এবারের আসর। উদ্বোধনী ম্যাচে গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে মাঠে নামবে স্বাগতিক ভারত।
১৬ দলের এই বিশ্বকাপ ভারতের পাঁচটি শহরে অনুষ্ঠিত হবে। এগুলো হল আহমেদাবাদ, ভুবনেশ্বর, গুয়াহাটি, কলকাতা ও নেভি মুম্বাই। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ৭ মার্চ। এর আগে দুটি সেমিফাইনাল ম্যাচ হবে ৩ মার্চ।
বিজনেস বাংলাদেশ/ এস শিকদার