০৮:০৭ পূর্বাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

‘আমার পেশা হয়তো ক্রিকেট কিন্তু প্যাশন হলো ফুটবল’: সাকিব

ফুটবল পায়ে সাকিব (ফাইল ছবি)

বাংলাদেশ জাতীয় দলের অন্যতম সদস্য সাকিব আল হাসানের মূল পরিচয় একজন ক্রিকেটার। তবে ফুটবলও বেশ ভালো পারেন তিনি। তার বাবা ছিলেন জেলার অন্যতম সেরা ফুটবলার। কাজেই ফুটবল সাকিবের রক্তে মিশে আছে। জাতীয় দলের ট্রেনিং সেশনের পাশাপাশি সময় পেলেই যেকোনো জায়গায় ফুটবল খেলতে নেমে পড়েন টাইগার অলরাউন্ডার। ফুটবলে তার আছে প্রিয় পজিশনও।

সম্প্রতি ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলের সঙ্গে এক লাইভ সেশনে নিজের ফুটবল প্রেম নিয়ে কথা বলেছেন সাকিব। সেখানে তিনি বলেন, আমাদের বাংলাদেশ বলুন অথবা ভারতের কোলকাতা, সবখানেই ফুটবল ব্যাপক জনপ্রিয়।

এই অলরাউন্ডার আরো বলেন, আমার পেশা হয়তো ক্রিকেট কিন্তু প্যাশন হলো ফুটবল। এই খেলায় এটাকিং মিডফিল্ডার হিসেবে খেলতেই বেশি ভাল লাগে। এই রোলেই আমি খেলে থাকি।

জাতীয় দলের সতীর্থদের সঙ্গে খেলার সময় খুব সিরিয়াস মুডে খেলে থাকেন বলে জানান সাকিব। তিনি বলেন, আমরা যখন ট্রেনিং সেশনে একে অপরের বিরুদ্ধে খেলি তখন কেউ কারো সঙ্গে কথা বলি না। একদম সিরিয়াস মুডে সত্যিকার ম্যাচের মতো খেলি। ম্যাচ শেষে আবার আগের মতোই আড্ডা দেই, কিন্তু খেলার সময় আসল খেলোয়াড়ের মতোই খেলি।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

‘আমার পেশা হয়তো ক্রিকেট কিন্তু প্যাশন হলো ফুটবল’: সাকিব

প্রকাশিত : ০৬:৩২:২৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২০

বাংলাদেশ জাতীয় দলের অন্যতম সদস্য সাকিব আল হাসানের মূল পরিচয় একজন ক্রিকেটার। তবে ফুটবলও বেশ ভালো পারেন তিনি। তার বাবা ছিলেন জেলার অন্যতম সেরা ফুটবলার। কাজেই ফুটবল সাকিবের রক্তে মিশে আছে। জাতীয় দলের ট্রেনিং সেশনের পাশাপাশি সময় পেলেই যেকোনো জায়গায় ফুটবল খেলতে নেমে পড়েন টাইগার অলরাউন্ডার। ফুটবলে তার আছে প্রিয় পজিশনও।

সম্প্রতি ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলের সঙ্গে এক লাইভ সেশনে নিজের ফুটবল প্রেম নিয়ে কথা বলেছেন সাকিব। সেখানে তিনি বলেন, আমাদের বাংলাদেশ বলুন অথবা ভারতের কোলকাতা, সবখানেই ফুটবল ব্যাপক জনপ্রিয়।

এই অলরাউন্ডার আরো বলেন, আমার পেশা হয়তো ক্রিকেট কিন্তু প্যাশন হলো ফুটবল। এই খেলায় এটাকিং মিডফিল্ডার হিসেবে খেলতেই বেশি ভাল লাগে। এই রোলেই আমি খেলে থাকি।

জাতীয় দলের সতীর্থদের সঙ্গে খেলার সময় খুব সিরিয়াস মুডে খেলে থাকেন বলে জানান সাকিব। তিনি বলেন, আমরা যখন ট্রেনিং সেশনে একে অপরের বিরুদ্ধে খেলি তখন কেউ কারো সঙ্গে কথা বলি না। একদম সিরিয়াস মুডে সত্যিকার ম্যাচের মতো খেলি। ম্যাচ শেষে আবার আগের মতোই আড্ডা দেই, কিন্তু খেলার সময় আসল খেলোয়াড়ের মতোই খেলি।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার