ভারতীয় দলের শিবিরে দুঃশ্চিন্তা দেখা দিয়েছে। কারণ, বিধ্বংসী ওপেনার শিখর ধাওয়ান ইনজুরিতে আক্রান্ত হয়েছেন।
টিমের সঙ্গে গেলেও ৫ জানুয়ারি কেপ টাউনে দক্ষিণ আফ্রিকার সাথে প্রথম টেস্টে তার খেলা অনিশ্চিত। বাঁ পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন ধাওয়ান।
বুধবার হোটেল ছেড়ে বিমানবন্দরে যাওয়ার সময় দেখা যায়, শিখরের পায়ে বড় ব্যান্ডেজ। টিম ইন্ডিয়ার ফিজিও প্যাট্রিক ফারহার্টের সঙ্গে কথা বলতেও দেখা যায় তাকে। ঘটনার সত্যতা অস্বীকার করেনি টিম ম্যানেজমেন্ট। জানা গেছে, ধাওয়ানের পায়ে এমআরআই করা হয়েছে।
বিসিসআইয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ‘জাতীয় নির্বাচক কমিটির কাছে এখনও শিখরের চোট নিয়ে কোনো রিপোর্ট পাঠায়নি ফিজিও। ও টিমের সঙ্গে যাচ্ছে। তবে রিপোর্ট পাওয়ার পরই বোঝা যাবে, প্রথম টেস্টে শিখর খেলবে কি না।
তবে ভারতের জাতীয় দলের পাইপলাইনে এত এত তারকার মেলা, তাতে শিখর না খেললে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় কোহলিদের। তারপর দক্ষিণ আফ্রিকার মত কঠিন প্রতিপক্ষের বিপক্ষে তাদেরই মাটিতে খেলা বলে কথা। তাই শিখর যদি প্রথম টেস্ট না খেলতে পারেন, তবে বদলি হিসেবে প্রস্তুত রাখা হয়েছে লোকেশ রাহুলকে। মুরলি বিজয়ের সঙ্গে ওপেন করতে নামবেন রাহুল।


























