০৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

উদ্বিগ্ন উইলিয়ামসন বাংলাদেশের করোনা পরিস্থিতি নিয়ে

কেন উইলিয়ামসন

করোনাভাইরাস মোকাবেলায় নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন ইউনিসেফের সাথে কাজ করছেন। সংস্থাটির একটি সংবাদ সম্মেলনে কথা বলার সময় উইলিয়ামসন বাংলাদেশের পরিস্থিতি নিয়েও কথা বলেন এবং উদ্বেগ প্রকাশ করেন।

এই মহামারীর সময়ে নিউজিল্যান্ড দারুণভাবে পরিস্থিতি সামাল দিয়েছে। প্রথম দেশ হিসেবে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠে দেশকে করোনাভাইরাস মুক্ত ঘোষণা করেছে। সরকার ও দেশের জনগণের এমন কর্মে খুশি ও গর্বিত দেশটির জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক।

সংবাদসম্মেলনে কথা বলার সময় স্বাভাবিকভাবেই একজন ক্রিকেটার হিসেবে ক্রিকেট প্রসঙ্গ নিয়ে এসেছেন তিনি। সেই সময়েই ভিন দেশের বন্ধু তামিম ইকবালের সাথে আলোচনার কথা উল্লেখ করে বাংলাদেশের করোনা পরিস্থিতি সম্পর্কে কথা বলেন তিনি।

উইলিয়ামসন বলেন, ‘ক্রিকেট আমাকে বিশ্বের বিভিন্ন দেশের মানেুষের সাথে বন্ধুত্বের সুযোগ করে দিয়েছে। এই মহামারীর সময়েও তাদের বেশ কয়েকজনের সাথে আমার কথা হচ্ছে। আমরা সবাই ‍নিজ দেশের করোনা পরিস্থিতি একে অপরের সাথে বিনিময় করি। সবাই সবার খোঁজখবর নিই।’

তিনি আরও বলেন, ‘সম্প্রতি আমি জুমে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের সাথে অনেক্ষণ আলোচনা করেছি। স্পষ্টভাবেই বুঝেছি তার দেশে অবস্থা এখন কতটা উদ্বেগের। বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে এখন স্বাস্থ্যকর মৌলিক চাহিদা মেটানোয় দায় যেটা কিনা ভাইরাসকে নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারে।’

২০১৩ সালে বাংলাদেশ সফরে টেস্ট খেলার কথা তিনি ভুলতে পারবেন না বলে স্মরণ করেন। এর কারণ বাংলাদেশের পরিবেশ। কিউই অধিনায়কের ভাষায় বাংলাদেশের পরিবেশ খুবই কঠিন, ‘বাংলাদেশের পরিবেশ-পরিস্থিতি অনেক কঠিন। দেশটিতে আমার পাঁচদিনের টেস্ট ম্যাচ খেলার প্রথম সফরের কথা আমি ভুলব না। কারণ ওখানে এতো বেশি গরম ও আর্দ্রতা ছিল।’

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

আমি কুমিল্লার মানুষের হৃদয়ে নাম লিখতে চাই : নবাগত জেলা প্রশাসক

উদ্বিগ্ন উইলিয়ামসন বাংলাদেশের করোনা পরিস্থিতি নিয়ে

প্রকাশিত : ১১:২২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০

করোনাভাইরাস মোকাবেলায় নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন ইউনিসেফের সাথে কাজ করছেন। সংস্থাটির একটি সংবাদ সম্মেলনে কথা বলার সময় উইলিয়ামসন বাংলাদেশের পরিস্থিতি নিয়েও কথা বলেন এবং উদ্বেগ প্রকাশ করেন।

এই মহামারীর সময়ে নিউজিল্যান্ড দারুণভাবে পরিস্থিতি সামাল দিয়েছে। প্রথম দেশ হিসেবে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠে দেশকে করোনাভাইরাস মুক্ত ঘোষণা করেছে। সরকার ও দেশের জনগণের এমন কর্মে খুশি ও গর্বিত দেশটির জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক।

সংবাদসম্মেলনে কথা বলার সময় স্বাভাবিকভাবেই একজন ক্রিকেটার হিসেবে ক্রিকেট প্রসঙ্গ নিয়ে এসেছেন তিনি। সেই সময়েই ভিন দেশের বন্ধু তামিম ইকবালের সাথে আলোচনার কথা উল্লেখ করে বাংলাদেশের করোনা পরিস্থিতি সম্পর্কে কথা বলেন তিনি।

উইলিয়ামসন বলেন, ‘ক্রিকেট আমাকে বিশ্বের বিভিন্ন দেশের মানেুষের সাথে বন্ধুত্বের সুযোগ করে দিয়েছে। এই মহামারীর সময়েও তাদের বেশ কয়েকজনের সাথে আমার কথা হচ্ছে। আমরা সবাই ‍নিজ দেশের করোনা পরিস্থিতি একে অপরের সাথে বিনিময় করি। সবাই সবার খোঁজখবর নিই।’

তিনি আরও বলেন, ‘সম্প্রতি আমি জুমে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের সাথে অনেক্ষণ আলোচনা করেছি। স্পষ্টভাবেই বুঝেছি তার দেশে অবস্থা এখন কতটা উদ্বেগের। বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে এখন স্বাস্থ্যকর মৌলিক চাহিদা মেটানোয় দায় যেটা কিনা ভাইরাসকে নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারে।’

২০১৩ সালে বাংলাদেশ সফরে টেস্ট খেলার কথা তিনি ভুলতে পারবেন না বলে স্মরণ করেন। এর কারণ বাংলাদেশের পরিবেশ। কিউই অধিনায়কের ভাষায় বাংলাদেশের পরিবেশ খুবই কঠিন, ‘বাংলাদেশের পরিবেশ-পরিস্থিতি অনেক কঠিন। দেশটিতে আমার পাঁচদিনের টেস্ট ম্যাচ খেলার প্রথম সফরের কথা আমি ভুলব না। কারণ ওখানে এতো বেশি গরম ও আর্দ্রতা ছিল।’

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার