০৫:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

পরিস্থিতি ভালো হলেই আমরা মাঠে নামব: আকরাম

আকরাম খান

করোনা ভাইরাসের সময়ে দেশের ক্রিকেট ফেরাতে সব ধরনের প্রস্তুতি নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেজন্য বিসিবির মেডিকেল বিভাগও সব ধরনের পরিকল্পনা তৈরি করে রাখে। কিন্তু করোনা পরিস্থিতি খারাপ হওয়ার কারণে সেটা আর সম্ভব হয়নি। তাই ক্রিকেটাদের নিয়ে ঝুঁকি নিতে চায় নি বিসিবি। পরিস্থিতি ভালো হলেই অনুশীলনে ফিরবে ক্রিকেটাররা।

সোমবার (২৯ জুন) গণমাধ্যমে বিষয়টি জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।

আকরাম খান বলেন, ‘সব ব্যবস্থাতো আমরা করেই রেখেছি। তবে এখনই ক্রিকেটারদের অনুশীলনে নামিয়ে ঝুঁকি নিতে পারি না। কেউ যদি করোনায় আক্রান্ত হয় সেটি আরও ভয়ের কারণ হবে। পরিস্থিতি একটু ভালো হলেই আমরা মাঠে নামব। পরিস্থিতি বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। অনুশীলন শুরুর পর সামনে আমরা যে সিরিজ/টুর্নামেন্ট পাব সেটি দিয়েই শুরু করব। টেস্টকে আমরা প্রাধান্য দিয়ে এসেছিলাম, কিন্তু সেটি দিয়ে শুরু করা সম্ভব হবে কিনা এ মুহূর্তে বলা কঠিন।’

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আসলামের মামলা প্রত্যাহারের দাবি

পরিস্থিতি ভালো হলেই আমরা মাঠে নামব: আকরাম

প্রকাশিত : ০৫:৪৬:২৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২০

করোনা ভাইরাসের সময়ে দেশের ক্রিকেট ফেরাতে সব ধরনের প্রস্তুতি নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেজন্য বিসিবির মেডিকেল বিভাগও সব ধরনের পরিকল্পনা তৈরি করে রাখে। কিন্তু করোনা পরিস্থিতি খারাপ হওয়ার কারণে সেটা আর সম্ভব হয়নি। তাই ক্রিকেটাদের নিয়ে ঝুঁকি নিতে চায় নি বিসিবি। পরিস্থিতি ভালো হলেই অনুশীলনে ফিরবে ক্রিকেটাররা।

সোমবার (২৯ জুন) গণমাধ্যমে বিষয়টি জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।

আকরাম খান বলেন, ‘সব ব্যবস্থাতো আমরা করেই রেখেছি। তবে এখনই ক্রিকেটারদের অনুশীলনে নামিয়ে ঝুঁকি নিতে পারি না। কেউ যদি করোনায় আক্রান্ত হয় সেটি আরও ভয়ের কারণ হবে। পরিস্থিতি একটু ভালো হলেই আমরা মাঠে নামব। পরিস্থিতি বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। অনুশীলন শুরুর পর সামনে আমরা যে সিরিজ/টুর্নামেন্ট পাব সেটি দিয়েই শুরু করব। টেস্টকে আমরা প্রাধান্য দিয়ে এসেছিলাম, কিন্তু সেটি দিয়ে শুরু করা সম্ভব হবে কিনা এ মুহূর্তে বলা কঠিন।’

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার