ভারতীয় দলের সবচেয়ে গ্ল্যামারাস রোহিত শর্মা। ক্রিকেট ইতিহাসে ওয়ানডেতে তিনিই একমাত্র খেলোয়াড়, যার তিনটি ডাবল সেঞ্চুরি রয়েছে। অথচ তাকেই কিনা জেলে ভরার হুমকি দিয়েছিলো পুলিশ!
যে দেশে ক্রিকেটকে ধর্ম, আর ক্রিকেটারদের রীতিমতো ঈশ্বর ভাবা হয়; সে দেশে এরকম একটা ঘটনা রীতিমতো অবিশ্বাস্যই বটে। কিন্তু এমনটিই ঘটেছিলো দুর্ধর্ষ ভারতীয় ওপেনার রোহিত শর্মার সাথে। সম্প্রতি রোহিত নিজেই এই তথ্য জানিয়েছেন।
ভারতের ‘ব্রেকফার্স্ট উইথ চ্যাম্পিয়ন্স’ অনুষ্ঠানে জনপ্রিয় টিভি উপস্থাপক গৌরব কাপুরের সাথে আলোচনায় নিজের শৈশবের স্মৃতিচারণ করছিলেন রোহিত। সেখানেই টি-টুয়েন্টি ফরম্যাটে ভারতীয় দলের এই সহ-অধিনায়ক টেনে আনেন ছেলেবেলার গল্পটা।
তিনি জানান, ক্রিকেট খেলতে গিয়ে প্রতিবেশীর জানালার কাঁচ ভাঙার কারণে পুলিশ তাকে ও তার বন্ধুদের জেলে ভরার হুমকি দিয়েছিলো।
কি ঘটেছিল নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে? রোহিত ও তার বন্ধুরা পাড়ায় ক্রিকেট খেলতে গিয়ে প্রায়শই প্রতিবেশীদের জানালার কাঁচ ভেঙে ফেলতেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে পুলিশের কাছে অভিযোগ করেছিলেন। সেই অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে রোহিত জানালেন, ‘আমরা খেলতে গিয়ে প্রতিবেশীদের জানালার কাঁচ ভেঙে ফেলতাম। এটা একদিন নয়, প্রায় প্রতিদিনই ঘটত। যার ফলে প্রতিবেশীরা পুলিশের কাছে আমাদের নামে অভিযোগ করেন। তখন পুলিশ এসে আমাদের হুমকি দিয়ে বলেছিলো, আমরা যদি আর একটাও কাঁচ ভাঙি তবে আমাদের জেলে ভরে দেবে।’
সেই রোহিত শর্মা এখন নীল জার্সিধারীদের অন্যতম ব্যাটিং স্তম্ভ। কোহলির অনুপস্থিতিতে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে ভারতকে নেতৃত্বও দিয়েছেন তিনি। ওই সিরিজে ভারতের হাতে ধবলধোলাই হয় সফরকারীরা।
ভারতীয় এই হার্ডহিটার ব্যাটসম্যান টেলিভিশনের অনুষ্ঠানে বলছিলেন, ‘ক্রিকেট সবসময় আমাদের পরিবারের কাছে একটা বড় আবেগ। দিনে ২৪ ঘণ্টার মধ্যে ১৬ ঘণ্টাই আমরা ক্রিকেট খেলা দেখি।’
অতীতের স্মৃতিচারণ করতে গিয়ে ৩০ বছরে ওপেনার জানান, তার চাচারাও স্কুল ও কলেজ পর্যায়ে ক্রিকেট খেলতেন। তারা কিভাবে রোহিতকে উৎসাহিত করতেন তার বর্ণনা দিতে গিয়ে রোহিত বলেছেন, ‘আমি যখন খেলতাম, আমার চাচা তখন বিল্ডিংয়ের ওপর থেকে দেখতেন, আমি কতটা ভালো করছি বা আমার পারফরম্যান্স কেমন।’


























