চন্ডিকা হাথুরুসিংহ। আগে বাংলাদেশের কোচ ছিলেন। কিন্তু বর্তমানে শ্রীলঙ্কার কোচ। আগতে বাংলাদেশ দলার আর শ্রীলঙ্কা দল খেললে হাথুরুসিংহ চাইতেন বাংলাদেশ জিতুক। কিন্তু এখন চাইবেন বাংলাদেশ হারুক।
জিম্বাবুয়ে ও বাংলাদেশের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলতে জানুয়ারিতে ঢাকায় আসছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার কোচ হয়ে ঢাকায় আসছেন চন্ডিকা হাথুরুসিংহে।
দায়িত্ব পাওয়ার পর নতুন করে শ্রীলঙ্কা ক্রিকেটকে ঢেলে সাজানোর পরিকল্পনা ছক নিচ্ছেন হাথুরু।
এই পরিকল্পনার অংশ হিসেবে লঙ্কান লিজেন্ড কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনের সাহায্য চান বাংলাদেশের সাবেক এই কোচ। প্রয়োজন হলে লঙ্কান সাবেক স্পিন লিজেন্ড মুত্তিয়া মুরালিধরনকেও দলের পাশে চান।
সাবেক এসব খেলোয়াড়দের অভিজ্ঞতাতে কাজে লাগিয়ে লঙ্কান ক্রিকেটকে পরিবর্তন করতে চান তিনি।
এ প্রসঙ্গে গণমাধ্যমকে চন্ডিকা হাথুরুসিংহে বলেন, ‘আমি কুমার সাঙ্গাকারার অভিজ্ঞতা ব্যবহার করতে চাই। সে লক্ষ্যে তাকে আমাদের সহায়তা করতে বলবো। শুধু সাঙ্গাকারা নয়, জয়াবর্ধনে ও মুরালিধরনকেও আমি পাশে চাই। আমি আশা করছি তারা দলকে সাহায্য করবে।’
পাশাপাশি অস্ট্রেলীয় মনোবিদ ডা. ফিল জন্সিকেও কাজে লাগাতে চান তিনি। বিগ ব্যাশে যার সঙ্গে মাইক হাসি হাথুরুকে পরিচয় করিয়ে দিয়েছিলেন।


























