০৪:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

ক্রিকেটার না হলে সেলসম্যন হতাম: কোহলি

  • ক্রীড়া ডেস্ক
  • প্রকাশিত : ১০:৪৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০১৭
  • 184

বিরাট কোহলি যদি ক্রিকেটার না হতেন, তাহলে কি হতেন? যা খুশি ভাবা যায়, তবে বিরাট কিন্তু একটা বিষয়ে অনড়। ব্রেকফাস্ট উইথ চ্যাম্পিয়নস অনুষ্ঠানে এসে তারকা ক্রীড়া সঞ্চালক গৌরব কাপুরকে বিরাট সাফ জানিয়ে দিলেন, “আমি পাক্কা একজন সেলসম্যান হতাম।  ভাল সেলসম্যান।  অ্যাকোয়াগার্ড বেচতাম।”

ব্রেকফাস্ট উইথ চ্যাম্পিয়নস অনুষ্ঠানে কথা হচ্ছিল ফিটনেস আর ফুড হ্যাবিট নিয়ে।  সেখানেই বিরাট জানান, “মিষ্টির গন্ধ শুঁকেই মনে হত বানিয়েছেটা কী! আর নিজের ভাল লাগলেই সবাইকে বলতাম খাও।”

তবে এখন আর সেটা হয় না। তিন ফরম্যটে খেলতে হলে ফিট থাকতেই হয় ।  আর সেই জন্য ২০১৭ বর্ষের অঙ্গীকার শেষ পর্যন্ত ধরে রেখেছেন বিরাট।  শৃঙ্খলা, ফিটনেস, পেষাদারিত্ব তিন মন্ত্রই সফলতার চাবিকাঠি, স্পষ্ট বিরাটের কথাতেই।  কথায় আছে যার শেষ ভাল তার সব ভাল।  আর সেক্ষেত্রে বলতে হবে বিরাট তো বাজি মেরেই দিয়েছেন।

ট্যাগ :
জনপ্রিয়

কৃষকের মেরুদণ্ড শক্তশালী হলে জাতির মেরুদণ্ড শক্তিশালী হবে: ফারজানা শারমিন পুতুল

ক্রিকেটার না হলে সেলসম্যন হতাম: কোহলি

প্রকাশিত : ১০:৪৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০১৭

বিরাট কোহলি যদি ক্রিকেটার না হতেন, তাহলে কি হতেন? যা খুশি ভাবা যায়, তবে বিরাট কিন্তু একটা বিষয়ে অনড়। ব্রেকফাস্ট উইথ চ্যাম্পিয়নস অনুষ্ঠানে এসে তারকা ক্রীড়া সঞ্চালক গৌরব কাপুরকে বিরাট সাফ জানিয়ে দিলেন, “আমি পাক্কা একজন সেলসম্যান হতাম।  ভাল সেলসম্যান।  অ্যাকোয়াগার্ড বেচতাম।”

ব্রেকফাস্ট উইথ চ্যাম্পিয়নস অনুষ্ঠানে কথা হচ্ছিল ফিটনেস আর ফুড হ্যাবিট নিয়ে।  সেখানেই বিরাট জানান, “মিষ্টির গন্ধ শুঁকেই মনে হত বানিয়েছেটা কী! আর নিজের ভাল লাগলেই সবাইকে বলতাম খাও।”

তবে এখন আর সেটা হয় না। তিন ফরম্যটে খেলতে হলে ফিট থাকতেই হয় ।  আর সেই জন্য ২০১৭ বর্ষের অঙ্গীকার শেষ পর্যন্ত ধরে রেখেছেন বিরাট।  শৃঙ্খলা, ফিটনেস, পেষাদারিত্ব তিন মন্ত্রই সফলতার চাবিকাঠি, স্পষ্ট বিরাটের কথাতেই।  কথায় আছে যার শেষ ভাল তার সব ভাল।  আর সেক্ষেত্রে বলতে হবে বিরাট তো বাজি মেরেই দিয়েছেন।