০৬:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

ঘরবন্দি ফারিয়া, ভালো লাগছে না পরীক্ষাও

নুসরাত ফারিয়া

গত মাসে আংটিবদল করেছেন। করোনার এই সময়ে হবু বরের সঙ্গে চুটিয়ে প্রেম করবেন তারও জো নেই। টুকটাক শুটিং শুরু হলেও এখনো কোথাও দেখা যাচ্ছে না নুসরাত ফারিয়াকে। স্বেচ্ছা ঘরবন্দি ফারিয়া তবে করছেন কী? ‘পড়ছি ভাই। দম ফেলার সুযোগও পাচ্ছি না’, বললেন ‘ধ্যাততেরিকি’ অভিনেত্রী।

ইউনিভার্সিটি অব লন্ডনে পড়ছেন আইন বিষয়ে। অনলাইনে ক্লাস করেন। গত বছরই সম্পন্ন করেছিলেন প্রথম বর্ষ। ১ জুলাই থেকে শুরু হয়েছে দ্বিতীয় বর্ষের পরীক্ষা, চলবে ১৬ জুলাই পর্যন্ত। অভিনয়, উপস্থাপনা, গান কোনোটাই করতে হচ্ছে না এখন। হাতে অগাধ সময়। তবু পড়তে ও পরীক্ষা দিতে একদমই ভালো লাগছে না ফারিয়ার।

বলেন, ‘মাসের পর মাস মনের মতো কিছুই করতে পারছি না। এর মধ্যে উড়ে এসে জুড়ে বসল পরীক্ষা। না দিয়েও উপায় নেই। ফাঁকি দেওয়ার মানুষ আমি নই। যত কষ্টই হোক, পরীক্ষা দিয়ে যাচ্ছি। প্রথম দিনের পরীক্ষা বেশ ভালো হয়েছে। আশা করছি, বাকিগুলোও ভালো হবে।’

বিজনেস বাংলাদেশ/ এ আর

জনপ্রিয়

দাউদকান্দিতে মেধাবী অন্বেষণ পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ঘরবন্দি ফারিয়া, ভালো লাগছে না পরীক্ষাও

প্রকাশিত : ০৫:৩৬:১৩ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০

গত মাসে আংটিবদল করেছেন। করোনার এই সময়ে হবু বরের সঙ্গে চুটিয়ে প্রেম করবেন তারও জো নেই। টুকটাক শুটিং শুরু হলেও এখনো কোথাও দেখা যাচ্ছে না নুসরাত ফারিয়াকে। স্বেচ্ছা ঘরবন্দি ফারিয়া তবে করছেন কী? ‘পড়ছি ভাই। দম ফেলার সুযোগও পাচ্ছি না’, বললেন ‘ধ্যাততেরিকি’ অভিনেত্রী।

ইউনিভার্সিটি অব লন্ডনে পড়ছেন আইন বিষয়ে। অনলাইনে ক্লাস করেন। গত বছরই সম্পন্ন করেছিলেন প্রথম বর্ষ। ১ জুলাই থেকে শুরু হয়েছে দ্বিতীয় বর্ষের পরীক্ষা, চলবে ১৬ জুলাই পর্যন্ত। অভিনয়, উপস্থাপনা, গান কোনোটাই করতে হচ্ছে না এখন। হাতে অগাধ সময়। তবু পড়তে ও পরীক্ষা দিতে একদমই ভালো লাগছে না ফারিয়ার।

বলেন, ‘মাসের পর মাস মনের মতো কিছুই করতে পারছি না। এর মধ্যে উড়ে এসে জুড়ে বসল পরীক্ষা। না দিয়েও উপায় নেই। ফাঁকি দেওয়ার মানুষ আমি নই। যত কষ্টই হোক, পরীক্ষা দিয়ে যাচ্ছি। প্রথম দিনের পরীক্ষা বেশ ভালো হয়েছে। আশা করছি, বাকিগুলোও ভালো হবে।’

বিজনেস বাংলাদেশ/ এ আর