০৫:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

শুটিংয়ে ফিরলেন নুসরাত

নুসরাত জাহান

করোনার প্রাদুর্ভাবে সারাবিশ্বের মতো টালিউডেও শুটিং বন্ধ ছিল। তৃণমূল কংগ্রেসের বসিরহাটের সংসদ সদস্য ও চিত্রনায়িকা নুসরাত জাহান এই সময়ে জনসেবায় ব্যস্ত ছিলেন। কয়েকমাস পরে ফিচার ফিল্মের শুটিং শুরু হলো স্বাস্থ্যবিধি মেনে। সেখানেই অংশ নিলেন নুসরাত।

দীর্ঘদিন পর ৮ জুলাই আয়ুষ্মান প্রত্যুষের ছবি এস ও এস কলকাতাতে প্রথম শট দেন নুসরাত জাহান।

গণমাধ্যমে এই অভিনেত্রী জানান, খুব ভালো লাগছে কাজে ফিরতে পেরে। মাস্ক-এ মানুষগুলোর চেহারা বদলেছে। আন্তরিকতা বদলায়নি। নুসরাতের শটটি ছিল একটি কন্ট্রোল রুমের যেখান থেকে হ্যাকিং হয়।

এদিকে পরিচালক আয়ুষ্মান জানালেন, তারা নির্ধারিত চল্লিশজন লোক নিয়ে কাজ করছেন। ৩৫ জন সেটে থাকছেন। প্রত্যেকে মাস্ক পরছেন। ঘণ্টায় ঘণ্টায় ফ্লোর স্যানিটাইজ করা হচ্ছে।

এই ছবিতে নুসরাত এর সঙ্গে আছেন আর এক সংসদ সদস্য মিমি চক্রবর্তী। আছেন যশ। গতকাল যশও একটা শট-এ অংশ নিয়েছেন।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

গাজীপুর রেড ক্রিসেন্ট নির্বাচন: বিএনপি সমর্থিত বাবুল-টুলু প্যানেলের নিরঙ্কুশ জয়

শুটিংয়ে ফিরলেন নুসরাত

প্রকাশিত : ০২:২৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০

করোনার প্রাদুর্ভাবে সারাবিশ্বের মতো টালিউডেও শুটিং বন্ধ ছিল। তৃণমূল কংগ্রেসের বসিরহাটের সংসদ সদস্য ও চিত্রনায়িকা নুসরাত জাহান এই সময়ে জনসেবায় ব্যস্ত ছিলেন। কয়েকমাস পরে ফিচার ফিল্মের শুটিং শুরু হলো স্বাস্থ্যবিধি মেনে। সেখানেই অংশ নিলেন নুসরাত।

দীর্ঘদিন পর ৮ জুলাই আয়ুষ্মান প্রত্যুষের ছবি এস ও এস কলকাতাতে প্রথম শট দেন নুসরাত জাহান।

গণমাধ্যমে এই অভিনেত্রী জানান, খুব ভালো লাগছে কাজে ফিরতে পেরে। মাস্ক-এ মানুষগুলোর চেহারা বদলেছে। আন্তরিকতা বদলায়নি। নুসরাতের শটটি ছিল একটি কন্ট্রোল রুমের যেখান থেকে হ্যাকিং হয়।

এদিকে পরিচালক আয়ুষ্মান জানালেন, তারা নির্ধারিত চল্লিশজন লোক নিয়ে কাজ করছেন। ৩৫ জন সেটে থাকছেন। প্রত্যেকে মাস্ক পরছেন। ঘণ্টায় ঘণ্টায় ফ্লোর স্যানিটাইজ করা হচ্ছে।

এই ছবিতে নুসরাত এর সঙ্গে আছেন আর এক সংসদ সদস্য মিমি চক্রবর্তী। আছেন যশ। গতকাল যশও একটা শট-এ অংশ নিয়েছেন।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার