১১:২৫ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

করোনার মাঝেই ঈদের পাঁচ নাটকে সারিকা

মডেল-অভিনেত্রী সারিকা

এক সময় বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত অভিনয় করেছেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী সারিকা। তবে মাঝে একটা দীর্ঘ বিরতিতে ছিলেন তিনি। বলা যায়, বছর থেকে অনেকটাই নিয়মিত অভিনয় শুরু করেছেন এই অভিনেত্রী। তবে করোনার কারণে গত তিন মাস ঘরবন্দী সারিকা। অবশেষে আফসানা হয়ে ফিরছেন এই অভিনেত্রী।

আজ থেকে সারিকা অংশ নিচ্ছেন ‘আফসানা’ শিরোনামের একটি খণ্ড নাটকে। এটি নির্মাণ করছেন তপু খান।

অভিনয়ে ফেরা প্রসঙ্গে সারিকা বলেন, ‘আমি সবসময় অনেক বেছে বেছে কাজ করি। তাই কাজের সংখ্যাও কম। করোনাভাইরাসের কারণে অনেকদিন ঘরে বসে ছিলাম। গতমাসেই কাজে ফেরার কথা ছিল। কিন্তু নিরাপত্তার কথা ভেবে ফেরা হয়নি।’

তিনি আরও বলেন, ‘বাবা করোনা আক্রান্ত হওয়ায় পর কাজে ফেরার মন মানসিকতাও ছিল না। পরিবারের সবাইকে নিয়ে ঘরেই ছিলাম। বাবা এখন পুরোপুরি সুস্থ। বাসার সবাই ভালো আছেন। তাই চিন্তা করলাম এখন কাজ শুরু করা যায়। এরই মধ্যে ঈদের পাঁচটি নাটকের শিডিউল দিয়েছি। তবে পরিস্থিতির ওপর সব নির্ভর করছে। দেখা যাক কি হয়।’

নির্মাতা তপু খান জানান, ‘আফসানা’ নাটকের গল্প লিখেছেন মেহরাব জাহিদ। এতে সারিকা অভিনয় করবেন আফসানা চরিত্রে। আর তার বিপরীতে রাহাত চরিত্রে দেখা যাবে মিশু সাব্বিরকে। মোশন রক এন্টারটেইনমেটের ব্যানারে আসছে ঈদে নাটকটি প্রচার হবে কোন একটি বেসরকারি টিভি চ্যানেলে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

জনপ্রিয়

হবিগঞ্জ-৪ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন সৈয়দ মোঃ ফয়সল

করোনার মাঝেই ঈদের পাঁচ নাটকে সারিকা

প্রকাশিত : ০৩:২৫:৫০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২০

এক সময় বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত অভিনয় করেছেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী সারিকা। তবে মাঝে একটা দীর্ঘ বিরতিতে ছিলেন তিনি। বলা যায়, বছর থেকে অনেকটাই নিয়মিত অভিনয় শুরু করেছেন এই অভিনেত্রী। তবে করোনার কারণে গত তিন মাস ঘরবন্দী সারিকা। অবশেষে আফসানা হয়ে ফিরছেন এই অভিনেত্রী।

আজ থেকে সারিকা অংশ নিচ্ছেন ‘আফসানা’ শিরোনামের একটি খণ্ড নাটকে। এটি নির্মাণ করছেন তপু খান।

অভিনয়ে ফেরা প্রসঙ্গে সারিকা বলেন, ‘আমি সবসময় অনেক বেছে বেছে কাজ করি। তাই কাজের সংখ্যাও কম। করোনাভাইরাসের কারণে অনেকদিন ঘরে বসে ছিলাম। গতমাসেই কাজে ফেরার কথা ছিল। কিন্তু নিরাপত্তার কথা ভেবে ফেরা হয়নি।’

তিনি আরও বলেন, ‘বাবা করোনা আক্রান্ত হওয়ায় পর কাজে ফেরার মন মানসিকতাও ছিল না। পরিবারের সবাইকে নিয়ে ঘরেই ছিলাম। বাবা এখন পুরোপুরি সুস্থ। বাসার সবাই ভালো আছেন। তাই চিন্তা করলাম এখন কাজ শুরু করা যায়। এরই মধ্যে ঈদের পাঁচটি নাটকের শিডিউল দিয়েছি। তবে পরিস্থিতির ওপর সব নির্ভর করছে। দেখা যাক কি হয়।’

নির্মাতা তপু খান জানান, ‘আফসানা’ নাটকের গল্প লিখেছেন মেহরাব জাহিদ। এতে সারিকা অভিনয় করবেন আফসানা চরিত্রে। আর তার বিপরীতে রাহাত চরিত্রে দেখা যাবে মিশু সাব্বিরকে। মোশন রক এন্টারটেইনমেটের ব্যানারে আসছে ঈদে নাটকটি প্রচার হবে কোন একটি বেসরকারি টিভি চ্যানেলে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ