পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষায় শতভাগ পাসের আশা করেন বলে জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, ছাত্ররা ফেল করবে কেন?
শনিবার দুপুরে সচিবালয়ে ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সার্বিক ফলাফলে আপনি সন্তুষ্ট কিনা, প্রতিবেদকের এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘অবশ্যই। এখানে অসন্তুষ্ট হবার কোনো কারণ নেই।’
তিনি বলেন, ‘যদিও আমার প্রত্যাশা হলো শতভাগ পাস। আমাদের প্রধানমন্ত্রীরও প্রত্যাশা হলো আমাদের ছাত্ররা ফেল করবে কেন? তাদের ভালোভাবে পড়ান, আমাদের শিক্ষকদের জন্য তো আমরা অনেক কিছু করতেছি। ছাত্ররা ফেল করবে কেন? ফেল তো করার কথা না। পরীক্ষাটা আমরা ভালোভাবে যেমন নেব, তার জন্য প্রস্তুতি দরকার। আমরা প্রস্তুত করে দেব। পড়তে না পারলে ফেল করে। পৃথিবীর অন্যান্য দেশে শতভাগ ছাত্ররা এক ক্লাস থেকে আরেক ক্লাসে যায়, আমাদের দেশে যেতে পারবে না কেন? সেটার জন্য তাগাদা দেন। মানুষের প্রত্যাশা তো সব সময় পূরণ হয় না।’
তিনি আরও বলেন, ‘আমরা চেষ্টা করছি, এখনও আমরা আপ টু দ্য মার্কে যাইনি। শতভাগটাকে আপ টু দ্য মার্ক ধরলে শতভাগে তো এখনও যায়নি। আমি মনে করি, অসন্তুষ্ট হবার মতো কোনো ফল দেয়নি। ৯৫ শতাংশ মানে মোটামুটিভাবে উৎসাহব্যঞ্জকই বলবো। তবে, ভালোর কোনো শেষ নাই। শেষ ধাপে যাওয়ার জন্য আমরা চেষ্টা করে যাবো।’




















