ভিন্ন রকম ক্রিকেট নিয়ে হাজির হচ্ছে দক্ষিণ আফ্রিকা। করোনার দাপটে দীর্ঘদিন বন্ধ থাকার পর শনিবার ক্রিকেটে ফিরছে দেশটি। মজার বিষয়টি হচ্ছে দুটি নয়, একসঙ্গে তিনটি দল খেলবে এই ম্যাচে। এমন ম্যাচ নিয়ে তথ্য প্রকাশ আগে করা হলেও নতুন ধরনের এক ফরম্যাট দেখতে যাচ্ছে ক্রিকেট বিশ্ব।
নতুন ফরম্যাটের এই ম্যাচের আয়োজক দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড। তিনটি দলই ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং করবে। এই ফরম্যাটের নাম রাখা হয়েছে ‘থ্রি-টি’।
১৮ জুলাই নেলসন ম্যান্ডেলার জন্মদিন। আফ্রিকার বর্ণবাদ বিরোধী কিংবদন্তি এই নেতার সম্মানে প্রদর্শনী ম্যাচটি আয়োজিত হবে। ৩৬ ওভারের ম্যাচটি থেকে উপার্জিত অর্থ ব্যবহার করা হবে করোনার বিরুদ্ধে লড়াই করা স্বাস্থ্যকর্মীদের জন্য সুরক্ষা সামগ্রী কিনতে। আয়োজনের নাম দেয়া হয়েছে ‘সলিডারিটি কাপ’।
প্রতিটি দলের আটজন করে ক্রিকেটার মাঠে নামবেন। তিনটি দল ১২ ওভার করে ব্যাটিং করতে পারবে। তার মধ্যে বাকি দুটি দলের দুজন করে বোলার ছয় ওভার করে বোলিং করবেন। ৩৬ ওভারের মধ্যে ১৮ ওভার করে দুটি ধাপে খেলা হবে।
কোনও দলের সাত উইকেট পড়ে গেলে শেষ ব্যাটসম্যান একাই ব্যাটিং করতে পারবেন। একজন বোলার সর্বাধিক তিন ওভার করে বোলিং করতে পারবে। প্রতি ১২ ওভার পর নতুন বল দেয়া হবে।
তিনজন অতিরিক্ত ফিল্ডার নিতে পারবে যে কোনও দল। সেই তিনজন অন্য দলের হতে পারেন। অথবা ডাগ আউট থেকে নেয়া যেতে পারে।
এবি ডি ভিলিয়ার্স, কাগিসো রাবাদা ও কুইন্টন ডি কক তিন দলের অধিনায়ক হিসেবে থাকছেন। ফাফ ডু প্লেসি, ডেভিড মিলার, লুঙ্গি এনডিগিসহ প্রোটিয়াদের সব তারকাদের দেখা যাবে ম্যাচটিতে।
সেঞ্চুরিয়ানের সুপার স্পোর্টস পার্কে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় ম্যাচটি শুরু হবে। সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস ওয়ান।
বিজনেস বাংলাদেশ/ এ আর