‘শান্তির এমন এক ঢাকা গড়তে চাই যে ঢাকায় থাকবে না কোনো জলাবদ্ধতা, কোনো পার্ক অবৈধ দখলে থাকবে না। আমার নেওয়ার কিছুই নেই। আমি দিতে চাই।’
রবিবার বিকেলে রাজধানীর ভাষাণটেক বাজারে গণসংযোগের সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী হিসেবে আলোচনায় থাকা আতিকুল ইসলাম এ কথা বলেন
তিনি বলেন, আমি ব্যবসায়ী ছিলাম, আমি যদি নির্বাচনে মনোনয়ন পাই তাহলে আপনাদের সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করে ঢাকার নানা সমস্য দূর করব। সবার সহিযোগিতা পেলে শান্তির ঢাকা গড়তে পারব।
এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে হাত মিলিয়ে দোয়া প্রার্থনা করেন। জনসংযোগের সময় স্থানীয় ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে যান। সেখানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন। এ সময় ভাষাণটেক, ক্যান্টনমেন্ট, কাফরুল থানা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




















