অদৃশ্য এই করোনাভাইরাসে সাধারণ মানুষদের পাশাপাশি সমাজের সচেতন ব্যক্তিরাও কম আক্রান্ত হচ্ছেন না। এবার সেই তালিকায় যোগ হলেন সাকিব আল হাসানের বাবা খন্দকার মাসরুর রেজা। রবিবার ( ১৯ জুলাই) দুপুরে সাকিবের পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সূত্রটি জানায়, সাকিবের বাবা বর্তমানে সুস্থই রয়েছেন। মাগুরায় নিজ বাসভবনে চিকিৎসা নিচ্ছেন।
ব্যাংক কর্মকর্তা মাসরুর রেজা নিয়মিত অফিস করছিলেন। যে ব্রাঞ্চে তিনি কাজ করেন। সেখানে বেশ কয়েকজন করোনায় আক্রান্ত হয়েছিলেন। ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা পাওয়া সাকিব আল হাসান বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। স্ত্রী ও দুই সন্তান নিয়ে দেশের বাইরে থাকলেও দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশনের মাধ্যমে হাজারো পরিবারকে উপহার দিয়েছেন।
ক্রীড়া ব্যক্তিদের মধ্য থেকে গেল মাসে তামিম ইকবালের ভাই নাফিস ইকবাল ও তাদের মা করোনায় আক্রান্ত হয়েছিলেন। এরপর খবর আসে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার করোনা পজিটিভের সংবাদটি। মাশরাফির ভাই ও স্ত্রীও করোনা আক্রান্ত হয়েছিলেন। এদিকে বাবা মাসহ জাতীয় দলের স্পিনার নাজমুল ইসলাম অপুও করোনায় পজিটিভ হন।
বর্তমানে সবাই করোনা থেকে মুক্তি পেয়েছেন।
বিজনেস বাংলাদেশ/ এ আর
























