০৪:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

রোনালদোকে কিনতে চায় ২ দল

বর্তমান সময়ের সবচেয়ে সেরা খেলোয়াড় কে, এমন প্রশ্ন করলে নিশ্চই কেউ বলবে মেসি আবার কেউ রোনালদো। দুজনই দুই দলে আলো ছড়িয়ে চলেছেন।

তবে রিয়ালের সঙ্গে ক্রিশ্চিয়ানোর চুক্তির মেয়াদ ফুরাবে ২০২১ সালে। কিন্তু পর্তুগিজ তারকা হাব-ভাব দেখে মনে হচ্ছে না তিনি মোটেও আর ক্লাবটিতে থাকবেন। স্কটিশ সংবাদমাধ্যম ‘ডেইলি রেকর্ডের’ খবর, জানুয়ারির দলবদলে নিজেকে ১০ কোটি ইউরো কিংবা তার কাছাকাছি মূল্যে বেচে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন রোনালদো। ডেইলি রেকর্ড ছাড়াও এই খবর দিয়েছে ব্রিটিশ পত্রিকাগুলোও।

তবে এরই মধ্যে রোনালদো কিনতে আগ্রহ প্রকাশ করেছে প্যারিস সেন্ট জার্মেই এবং ম্যানচেস্টার ইউনাইটেড। রিয়ালের প্রতিনিধিদল নাকি পিএসজি আর ইউনাইটেডকে জানিয়েছে, তাদের খেলোয়াড় প্রয়োজন পড়লে স্প্যানিশ ফুটবল থেকে ‘বের হতে লড়াই করবেন’।

রিয়ালের সঙ্গে রোনালদো তার সর্বশেষ চুক্তি নবায়ন করেছেন গত বছরের নভেম্বরে। তার ‘রিলিজ ক্লজ’ ১০০ কোটি ইউরো। রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের কাছ একটি প্রতিশ্রুতি আদায়ের চেষ্টা করছে পর্তুগিজ তারকার শিবির। সেটা হলো রোনালদোকে তিনি (পেরেজ) ‘বাস্তবসম্মত দামে’ বেচবেন, সেটা হতে পারে ‘রিলিজ ক্লজ’-এর ১০ ভাগের ১ ভাগ, অর্থাৎ ১০ কোটি ইউরো। পিএসজি আর ইউনাইটেডের জন্য চেষ্টার দ্বার খুলতেই নাকি রোনালদোর তরফ থেকে এমন চেষ্টা করা হচ্ছে, জানিয়েছে সংবাদমাধ্যমটি।

প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে রোনালদো আর পেরেজের সম্পর্কে ফাটল ধরেছে। সেটা এতটাই যে রোনালদো নাকি ‘সভাপতির সঙ্গে কথা পর্যন্ত বলতে চান না’। এর কারণ রোনালদো বিশ্বাস করেন, মৌসুম শেষে শীর্ষস্থানীয় বাকি সব ফুটবলারদের সমান পারিশ্রমিক দেওয়ার প্রতিশ্রুতি থেকে পেরেজ সরে এসেছেন।

এ ছাড়া পেরেজের প্রতি রোনালদোর গা জ্বলুনির আরেকটি কারণ জানিয়েছে সংবাদমাধ্যমটি। প্যারিসে এবারের ব্যালন ডি’অর অনুষ্ঠানে রিয়াল সভাপতি সবার সামনেই নেইমারকে বলেছিলেন, ‘মাদ্রিদে আসলে ব্যালন ডি’অর জেতা সহজ হবে।’ পেরেজের এ মন্তব্যকে নিজের প্রতি অসম্মান হিসেবেই মনে করছেন ৩২ বছর বয়সী ফরোয়ার্ড।

ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে গ্রেমিওর বিপক্ষে ম্যাচ শেষে রোনালদো কিন্তু ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছেন, রিয়ালে তাঁর ক্যারিয়ার শেষ করার ইচ্ছাটা নির্ভর করছে শর্তাবলি ঠিক থাকার ওপর। তাঁর ভাষ্য ছিল, ‘আমি সত্যিই তা (রিয়ালে শেষ করা) চাই, কিন্তু আমার ওপর তো সব নির্ভর করছে না। মাঠের ব্যাপারটা আমার ওপর নির্ভর করছে। আমি মনে করি, ভালোভাবেই তা পালন করছি, কিন্তু বাকিটা আমার হাতে নয়।’

সেই ‘বাকিটা’ আসলে কী? রিয়ালে ২০২১ সাল পর্যন্ত চুক্তিতে বার্ষিক ৪ কোটি ৩০ লাখ পাউন্ড বেতন পাচ্ছেন রোনালদো। কিন্তু বেতন-ভাতায় তাকে টপকে গেছেন নেইমার ও লিওনেল মেসি। রোনালদো সব সময়ই মনে করেছেন, বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলার হওয়া উচিত তারই।

ট্যাগ :
জনপ্রিয়

কৃষকের মেরুদণ্ড শক্তশালী হলে জাতির মেরুদণ্ড শক্তিশালী হবে: ফারজানা শারমিন পুতুল

রোনালদোকে কিনতে চায় ২ দল

প্রকাশিত : ০৯:২৩:১৭ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০১৭

বর্তমান সময়ের সবচেয়ে সেরা খেলোয়াড় কে, এমন প্রশ্ন করলে নিশ্চই কেউ বলবে মেসি আবার কেউ রোনালদো। দুজনই দুই দলে আলো ছড়িয়ে চলেছেন।

তবে রিয়ালের সঙ্গে ক্রিশ্চিয়ানোর চুক্তির মেয়াদ ফুরাবে ২০২১ সালে। কিন্তু পর্তুগিজ তারকা হাব-ভাব দেখে মনে হচ্ছে না তিনি মোটেও আর ক্লাবটিতে থাকবেন। স্কটিশ সংবাদমাধ্যম ‘ডেইলি রেকর্ডের’ খবর, জানুয়ারির দলবদলে নিজেকে ১০ কোটি ইউরো কিংবা তার কাছাকাছি মূল্যে বেচে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন রোনালদো। ডেইলি রেকর্ড ছাড়াও এই খবর দিয়েছে ব্রিটিশ পত্রিকাগুলোও।

তবে এরই মধ্যে রোনালদো কিনতে আগ্রহ প্রকাশ করেছে প্যারিস সেন্ট জার্মেই এবং ম্যানচেস্টার ইউনাইটেড। রিয়ালের প্রতিনিধিদল নাকি পিএসজি আর ইউনাইটেডকে জানিয়েছে, তাদের খেলোয়াড় প্রয়োজন পড়লে স্প্যানিশ ফুটবল থেকে ‘বের হতে লড়াই করবেন’।

রিয়ালের সঙ্গে রোনালদো তার সর্বশেষ চুক্তি নবায়ন করেছেন গত বছরের নভেম্বরে। তার ‘রিলিজ ক্লজ’ ১০০ কোটি ইউরো। রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের কাছ একটি প্রতিশ্রুতি আদায়ের চেষ্টা করছে পর্তুগিজ তারকার শিবির। সেটা হলো রোনালদোকে তিনি (পেরেজ) ‘বাস্তবসম্মত দামে’ বেচবেন, সেটা হতে পারে ‘রিলিজ ক্লজ’-এর ১০ ভাগের ১ ভাগ, অর্থাৎ ১০ কোটি ইউরো। পিএসজি আর ইউনাইটেডের জন্য চেষ্টার দ্বার খুলতেই নাকি রোনালদোর তরফ থেকে এমন চেষ্টা করা হচ্ছে, জানিয়েছে সংবাদমাধ্যমটি।

প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে রোনালদো আর পেরেজের সম্পর্কে ফাটল ধরেছে। সেটা এতটাই যে রোনালদো নাকি ‘সভাপতির সঙ্গে কথা পর্যন্ত বলতে চান না’। এর কারণ রোনালদো বিশ্বাস করেন, মৌসুম শেষে শীর্ষস্থানীয় বাকি সব ফুটবলারদের সমান পারিশ্রমিক দেওয়ার প্রতিশ্রুতি থেকে পেরেজ সরে এসেছেন।

এ ছাড়া পেরেজের প্রতি রোনালদোর গা জ্বলুনির আরেকটি কারণ জানিয়েছে সংবাদমাধ্যমটি। প্যারিসে এবারের ব্যালন ডি’অর অনুষ্ঠানে রিয়াল সভাপতি সবার সামনেই নেইমারকে বলেছিলেন, ‘মাদ্রিদে আসলে ব্যালন ডি’অর জেতা সহজ হবে।’ পেরেজের এ মন্তব্যকে নিজের প্রতি অসম্মান হিসেবেই মনে করছেন ৩২ বছর বয়সী ফরোয়ার্ড।

ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে গ্রেমিওর বিপক্ষে ম্যাচ শেষে রোনালদো কিন্তু ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছেন, রিয়ালে তাঁর ক্যারিয়ার শেষ করার ইচ্ছাটা নির্ভর করছে শর্তাবলি ঠিক থাকার ওপর। তাঁর ভাষ্য ছিল, ‘আমি সত্যিই তা (রিয়ালে শেষ করা) চাই, কিন্তু আমার ওপর তো সব নির্ভর করছে না। মাঠের ব্যাপারটা আমার ওপর নির্ভর করছে। আমি মনে করি, ভালোভাবেই তা পালন করছি, কিন্তু বাকিটা আমার হাতে নয়।’

সেই ‘বাকিটা’ আসলে কী? রিয়ালে ২০২১ সাল পর্যন্ত চুক্তিতে বার্ষিক ৪ কোটি ৩০ লাখ পাউন্ড বেতন পাচ্ছেন রোনালদো। কিন্তু বেতন-ভাতায় তাকে টপকে গেছেন নেইমার ও লিওনেল মেসি। রোনালদো সব সময়ই মনে করেছেন, বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলার হওয়া উচিত তারই।