দক্ষিণ আফ্রিকার সাথে মূল সিরিজ শুরুর আগে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল কোহলিদের। কিন্তু সেই ম্যাচটি আগেই বাতিল করা হয়েছে। ভারতই বাতিল করেছে সেই ম্যাচটি।
এ বিষয়ে দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত কোহলি বলে বলেন, ‘প্রস্তুতি ম্যাচ মানেই সময় নষ্ট। আমরা এমনিতেই তৈরি হয়ে যাব।’
আগামী ৫ জানুয়ারি থেকে কেপটাউনে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টেস্ট। যদিও কোহালি ইতিহাস সৃষ্টি নিয়ে মাথা ঘামাতে চান না। প্রথম সাংবাদিক সম্মেলনে তিনি বললেন, ‘বিশ্বের যে কোনো পরিবেশে টেস্ট জেতার মতো বোলিং আক্রমণ এবং ভারসাম্য আমাদের দলে আছে। ‘
উল্লেখ্য, ২০১৩-১৪ মৌসুমে কোহালিরা শেষবার দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিল। কিন্তু গত ২৫ বছরে দক্ষিণ আফ্রিকার মাটিতে কোনো সিরিজ জিততে পারেনি তারা।
কোহলি বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে সেশন বাই সেশন এগিয়ে যাওয়া। আমরা বর্তমানের উপর মনযোগ দিতে চাই। আমাদের নিজেদের দক্ষতার শতভাগ দেওয়া নিয়েই এখন কাজ করছি। কোনো একটা নির্দিষ্ট দেশে এসে ইতিহাস সৃষ্টি করাটা আমাদের লক্ষ্য নয়।’


























