০৩:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

মাঠে নামতে না পারার আক্ষেপ সৌম্যের

করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন যাবৎ বন্ধ ছিল মাঠের ক্রিকেট। ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়েই ফের শুরু হয়েছে ব্যাট বলের লড়াই। সিরিজের দ্বিতীয় টেস্টে জমজমাট লড়াইয়ে জয় পেয়েছে স্বাগতিক ইংল্যান্ড। এই ম্যাচ দেখে আক্ষেপে পুড়ছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকার।

সোমবার দ্বিতীয় টেস্টের শেষ দিনটি টিভি সেটের সামনে বসেই উপভোগ করেছেন সৌম্য সরকার। জাতীয় দলের হয়ে ১১ মার্চ শেষ বারের মতো মাঠে নেমেছিলেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে সেই সিরিজ শেষ হতেই দেশব্যাপী শুরু হয় করোনার দাপট।

ম্যাচ শেষে খেলা দেখার সময়ের একটি ছবি আপলোড করেছেন সৌম্য। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করা সেই ছবির ক্যাপশনে চার মাসের বেশির সময় ধরে মাঠে নামতে না পারার আক্ষেপ ঝরে পড়েছে এই অলরাউন্ডারের কণ্ঠে। সেখানে সৌম্য কানার ইমোজি দিয়ে লিখেছেন, ‘কবে ম্যাচ খেলব?’

এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে ক্রিকেটারদের একক অনুশীলনের অনুমতি দেয়া হয়েছে। এখন পর্যন্ত ১১ জন ক্রিকেটার আনুষ্ঠানিকভাবে অনুশীলন শুরু করলেও এখনো বাসাতেই আছেন সৌম্য।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

একজন ব্যবসায়ী বান্ধব নেতা ওয়াহিদুল হাসান দিপু

মাঠে নামতে না পারার আক্ষেপ সৌম্যের

প্রকাশিত : ০৫:২১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০

করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন যাবৎ বন্ধ ছিল মাঠের ক্রিকেট। ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়েই ফের শুরু হয়েছে ব্যাট বলের লড়াই। সিরিজের দ্বিতীয় টেস্টে জমজমাট লড়াইয়ে জয় পেয়েছে স্বাগতিক ইংল্যান্ড। এই ম্যাচ দেখে আক্ষেপে পুড়ছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকার।

সোমবার দ্বিতীয় টেস্টের শেষ দিনটি টিভি সেটের সামনে বসেই উপভোগ করেছেন সৌম্য সরকার। জাতীয় দলের হয়ে ১১ মার্চ শেষ বারের মতো মাঠে নেমেছিলেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে সেই সিরিজ শেষ হতেই দেশব্যাপী শুরু হয় করোনার দাপট।

ম্যাচ শেষে খেলা দেখার সময়ের একটি ছবি আপলোড করেছেন সৌম্য। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করা সেই ছবির ক্যাপশনে চার মাসের বেশির সময় ধরে মাঠে নামতে না পারার আক্ষেপ ঝরে পড়েছে এই অলরাউন্ডারের কণ্ঠে। সেখানে সৌম্য কানার ইমোজি দিয়ে লিখেছেন, ‘কবে ম্যাচ খেলব?’

এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে ক্রিকেটারদের একক অনুশীলনের অনুমতি দেয়া হয়েছে। এখন পর্যন্ত ১১ জন ক্রিকেটার আনুষ্ঠানিকভাবে অনুশীলন শুরু করলেও এখনো বাসাতেই আছেন সৌম্য।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার