০৪:৫২ পূর্বাহ্ন, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪

স্থগিত বিশ্বকাপ : ক্যারিয়ার শেষ এই কিংবদন্তিদের!

করোনা মহামারির কারণে শেষ পর্যন্ত আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত ঘোষণা করলো আইসিসি। এক বছর পিছিয়ে আগামী বছর অক্টোবর-নভেম্বরে নিয়ে যাওয়া হলো বিশ্বকাপের সূচি। একদিন আগেই এই খবর জেনে গেছে সবাই।

কিন্তু এক বছর বিশ্বকাপ পিছিয়ে যাওয়ার অর্থ- বিশ্ব কাঁপানো তিন কিংবদন্তি ক্রিকেটারের ক্যারিয়ার তাহলে এখানেই শেষ? তিনজনই অবশ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন। দু’জন জিতেছেন অধিনায়ক হিসেবে। বাকিজন ছিলেন দুটি বিশ্বকাপ জয়ে দলের অন্যতম কান্ডারি।

তিনজন হলেন ভারতের মহেন্দ্র সিং ধোনি, শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা এবং ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। ক্রিকেটের নিজেদের অবদান দিয়ে এরই মধ্যে কিংবদন্তিতে পরিণত হয়েছেন এই তিন ক্রিকেটার।

মহেন্দ্র সিং ধোনি অধিনায়ক হিসেবে ক্রিকেটের এমন কোনো শিরোপা নেই যেটা হাতে তুলে নেননি। ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ তার নেতৃত্বেই জিতেছিল ভারত। ২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ লাসিথ মালিঙ্গার অধীনে জয় করেছিল শ্রীলঙ্কা। আর ২০১২ এবং ২০১৬ বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজ দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ক্রিস গেইল।

গত বছর ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপের পর আর মাঠে নামা হয়নি মহেন্দ্র সিং ধোনির। লাসিথ মালিঙ্গা ২০১৯ বিশ্বকাপের দু’একটি ম্যাচে মাঠে নেমেছিলেন। ক্রিস গেইল বিশ্বকাপের পর দু’একটি ওয়ানডে খেলেছিলেন বটে। তবে টি-টোয়েন্টিকেই পরের বিশ্বকাপ পর্যন্ত চালিয়ে নেয়ার লক্ষ্য ছিল। শুধু গেইলই নন, একই চিন্তা ছিল ওয়েস্ট ইন্ডিজের ডিজে বয় হিসেবে পরিচিত ডোয়াইন ব্রাভোরও।

কিন্তু বিশ্বকাপ স্থগিত করে এক বছর পিছিয়ে দেয়ার কারণে এই তারকা ক্রিকেটারদের ক্যারিয়ার প্রায় শেষ হওয়ার পথে। আগামী এক বছর পর পর্যন্ত তাদের কে কে টিকে থাকেন ক্রিকেটে, কে কে খেলা চালিয়ে যাবেন, সেটা বলা মুস্কিল।

বিজনেস বাংলাদেশ / আতিক

জনপ্রিয়

মুরাদনগরের সাবেক ৫বারের এমপি কায়কোবাদের অপেক্ষায় নেতাকর্মী ও সাধারণ মানুষ

স্থগিত বিশ্বকাপ : ক্যারিয়ার শেষ এই কিংবদন্তিদের!

প্রকাশিত : ০১:০০:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০

করোনা মহামারির কারণে শেষ পর্যন্ত আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত ঘোষণা করলো আইসিসি। এক বছর পিছিয়ে আগামী বছর অক্টোবর-নভেম্বরে নিয়ে যাওয়া হলো বিশ্বকাপের সূচি। একদিন আগেই এই খবর জেনে গেছে সবাই।

কিন্তু এক বছর বিশ্বকাপ পিছিয়ে যাওয়ার অর্থ- বিশ্ব কাঁপানো তিন কিংবদন্তি ক্রিকেটারের ক্যারিয়ার তাহলে এখানেই শেষ? তিনজনই অবশ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন। দু’জন জিতেছেন অধিনায়ক হিসেবে। বাকিজন ছিলেন দুটি বিশ্বকাপ জয়ে দলের অন্যতম কান্ডারি।

তিনজন হলেন ভারতের মহেন্দ্র সিং ধোনি, শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা এবং ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। ক্রিকেটের নিজেদের অবদান দিয়ে এরই মধ্যে কিংবদন্তিতে পরিণত হয়েছেন এই তিন ক্রিকেটার।

মহেন্দ্র সিং ধোনি অধিনায়ক হিসেবে ক্রিকেটের এমন কোনো শিরোপা নেই যেটা হাতে তুলে নেননি। ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ তার নেতৃত্বেই জিতেছিল ভারত। ২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ লাসিথ মালিঙ্গার অধীনে জয় করেছিল শ্রীলঙ্কা। আর ২০১২ এবং ২০১৬ বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজ দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ক্রিস গেইল।

গত বছর ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপের পর আর মাঠে নামা হয়নি মহেন্দ্র সিং ধোনির। লাসিথ মালিঙ্গা ২০১৯ বিশ্বকাপের দু’একটি ম্যাচে মাঠে নেমেছিলেন। ক্রিস গেইল বিশ্বকাপের পর দু’একটি ওয়ানডে খেলেছিলেন বটে। তবে টি-টোয়েন্টিকেই পরের বিশ্বকাপ পর্যন্ত চালিয়ে নেয়ার লক্ষ্য ছিল। শুধু গেইলই নন, একই চিন্তা ছিল ওয়েস্ট ইন্ডিজের ডিজে বয় হিসেবে পরিচিত ডোয়াইন ব্রাভোরও।

কিন্তু বিশ্বকাপ স্থগিত করে এক বছর পিছিয়ে দেয়ার কারণে এই তারকা ক্রিকেটারদের ক্যারিয়ার প্রায় শেষ হওয়ার পথে। আগামী এক বছর পর পর্যন্ত তাদের কে কে টিকে থাকেন ক্রিকেটে, কে কে খেলা চালিয়ে যাবেন, সেটা বলা মুস্কিল।

বিজনেস বাংলাদেশ / আতিক