জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে “মুজিববর্ষের আহ্বান, ৩টি করে গাছ লাগান ” এই শ্লোগানকে সামনে রেখে বগুড়ার সন্তান ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা ফজলে রাব্বীর উদ্যোগে (ফলজ , বনজ, ভেষজ ) সর্বমোট একশত বৃক্ষরোপণ করা হয়েছে ।
বৃহস্পতিবার ( ২৩ জুলাই) বগুড়ার সদর উপজেলার খান্দার এলাকায় তিনি এ কর্মসূচি পালন করেন।
এ বিষয়ে রাব্বী বলেন, ‘মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি প্রিয় আল নাহিয়ান খান জয় এবং বিপ্লবী সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নির্দেশনানুসারে সর্বমোট ১০০টি চারা রোপণ করেছি। এবং ক্রমান্বয়ে আরো বৃক্ষ রোপণ করবো।
তিনি আরও বলেন, ‘সৃষ্টির বুকে প্রাণীকুল বেঁচে থাকায় বৃক্ষের রয়েছে অপরিসীম ভূমিকা । বৃক্ষ মূলত পরিবেশ আবহাওয়া জলবায়ুর ভারসাম্য বজায় রাখে । কেন্দ্রীয় ছাত্রলীগের সংগ্রামী সভাপতি আল নাহিয়ান খান জয় এবং বিপ্লবী সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যর নেতৃত্বে তিন মাস ব্যাপী এই কর্মসূচি অব্যাহত থাকবে । বাংলাদেশ ছাত্রলীগ যেকোন মুহূর্তে যে নির্দেশনা দিবে আমি সর্বদা প্রফুল্লচিত্তে তা পালন করবো।’
বিজনেস বাংলাদেশ/ এ আর