পদ্মার নদীর পাশে গড়ে উঠা ঢাকার দোহার উপজেলা। চলমান বর্ষা মৌসুমে এই উপজেলার অধিকাংশ এলাকা পদ্মার পানিতে প্লাবিত হয়েছে। বসতবাড়ি সড়কসহ হাট-বাজার পানিতে ডুবে গেছে। ঠিক এ সময় ঘরে বসে নেই, স্বাস্থ্যসেবায় নিবেদিত প্রাণ মাহমুদপুর ইউনিয়নের স্বাস্থ্য সহকারী মো. মোবারক হোসেন।
পদ্মার পানিতে যখন উপজেলার মাহমুদপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ভাসছে ও পানিবাহিত রোগ ছড়াচ্ছে। ঠিক তখন মোবারক হোসেন, নিজের কথা চিন্তা না করে ছুটে বেড়াচ্ছেন বাড়ি বাড়ি ওষুধ ও ভ্যাক্সিন নিয়ে। করোনাভাইরাসের মহামারীতে, দেশে যখন স্বাস্থ্যসেবা নিয়ে দেখা দিয়েছে বিভিন্ন প্রশ্ন। ঠিক তখন দোহারের প্রত্যন্ত জনপদের মোবারক হোসেন স্থানীয় গণমানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন সরকারি স্বাস্থ্যসেবা।
এ বিষয়ে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. জসিম উদ্দিন বলেন, মোবারক হোসেন একজন নিবেদিত প্রাণ স্বাস্থ্যকর্মী। দেশের এই ক্রান্তিলগ্নে স্বাস্থ্য দফতরে তার মতো কর্মীর প্রয়োজন। তাহলেই সরকারে স্বাস্থ্যসেবা পৌঁছে যাবে সাধারণ মানুষের কাছে।
বিজনেস বাংলাদেশ/ এ আর