মাঠের ভেতর তাৎক্ষনিক প্রতিক্রিয়া প্রকাশ, মাঠের বাইরে স্পষ্টবাদী, সব মিলিয়ে ব্যক্তিত্বের ধরনে ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে নিজের মিল খুঁজে পান বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল-হাসান। তবে অলরাউন্ডার সাকিবের প্রিয় ফুটবলার লিওনেল মেসি।
ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর ভিডিও চ্যাটে ভারতীয় ধারাভাষ্যকার দীপ দাশ গুপ্তের সঙ্গে আড্ডার সময় এমনটাই জানান বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।
আদর্শ হিসেবে হিসেবে প্রিয় ফুটবলার মেসিকে অনুসরণ করেন কি-না, এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘হ্যাঁ, তা আছে। যদিও মাঠের বাইরের মেসিকে আমি অনুসরণ করি না। কারণ সে অন্তর্মুখী। সংবাদমাধ্যমে খুব কম কথা বলে। সাম্প্রতিক সময়ে হয়তো বলছে কিছুটা। ২-৩ বছর আগেও একেবারেই কথা বলত না।’
‘অন্যদিকে রোনালদোকে কিন্তু বরাবরই মন খুলে কথা বলা লোক। আমার মনে হয়, ব্যক্তিত্বের ধরনে আমি ক্রিস্তিয়ানো রোনালদোর মতো। তবে পছন্দ করি মেসিকে।’
‘এর মানে এই নয় যে রোনালদোকে ঘৃণা করি। সেও দুর্দান্ত, অসাধারণ। ৩৫ বছর বয়েসেও যেভাবে পারফর্ম করছে তা চোখ ধাঁধানো। ফুটবলারদের ৩২ বছর পরই খেলাটা কঠিন। কিন্তু তাকে দেখে মনে হয় দিব্যি আরও ৩-৪ বছর খেলতে পারে।’
বিজনেস বাংলাদেশ/ এ আর