কিছুদিন ধরেই পেটব্যথার সমস্যায় ভুগছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল খান। দেশে সুফল না পাওয়ায় উন্নত চিকিৎসার জন্য আজ (শনিবার) লন্ডনে গেছেন তিনি।
আজ সকালে এমিরেটসের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে রওনা হয়েছেন তামিম। প্রথমে দুবাইয়ে যাত্রাবিরতি করবেন দেশসেরা ওপেনার। এরপর লন্ডনে যাবেন তিনি। অবশ্য লন্ডনে গিয়েই চিকিৎসা করাতে পারবেন না তামিম।
প্রথমে নিজ খরচে দুই সপ্তাহের সেলফ কোয়ারেন্টাইনে থাকতে হবে টাইগার ক্যাপ্টেনকে। এই সময়ের মাঝে করোনার কোনো উপসর্গ দেখা না গেলে ডাক্তারের কাছে যাবেন তিনি।
গত এক মাসের মাঝে তিনবারসহ লকডাউনের এই সময়ে বেশ কয়েকবার পেটের তীব্র ব্যথায় ভুগেছেন তামিম। পেটব্যথার সমস্যা নিয়ে দেশের কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিয়েছিলেন এই বাঁহাতি ওপেনার। এরপর গত কয়েক দিনে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করান তিনি। তবে চিকিৎসকরা তার পেট ব্যথার পেছনের কারণ শনাক্ত করতে পারেননি।
এমতাবস্থায় তামিমকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। তবে চলমান কোভিড-১৯ মহামারির পরিস্থিতির কারণে তিনি ভর্তি হতে পারেননি।
দেশে ফলাফল না পাওয়ায় উন্নত চিকিৎসার জন্য প্রথমে সিঙ্গাপুর বা থাইল্যান্ড যাওয়ার কথা চিন্তা করেন তামিম। কিন্তু বৈশ্বিক করোনাভাইরাস পরিস্থিতির কারণে এই দেশগুলোতে যাওয়া এখন খুবই কঠিন হয়ে পড়েছে। তাই গত মঙ্গলবার লন্ডনের এক চিকিৎসকের সঙ্গে ভিডিও কলে পরামর্শ নেয়ার পর সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেন ওয়ানডে অধিনায়ক।
বিজনেস বাংলাদেশ/ এ আর