দীর্ঘ বিরতির পর প্রথম প্রতিযোগিতা ম্যাচে খেলতে নেমেই শিরোপার দেখা পেল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।
শুক্রবার (২৪ জুলাই) রাতে নেইমারের একমাত্র গোলে সেন্ট এতিয়েনকে ১-০ তে হারিয়েছে পিএসজি। প্রতিযোগিতার সফলতম দলটির এটি ত্রয়োদশ শিরোপা। টানা চারবার ফরাসি কাপ জয়ের পর গত বছরের ফাইনালে টাইব্রেকারে রেনের কাছে হেরেছিল পিএসজি। এক বছর পরই নিজেদের শ্রেষ্ঠত্ব ফিরে পেল দলটি।
অ্যাঞ্জেল ডি মারিয়ার পাস ধরে ডি-বক্সের মাঝামাঝি থেকে বাঁ পায়ের শটে গোলটি করেন ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড নেইমার।
পিএসজির ভেন্যুটিতে ৮০ হাজার দর্শক ধারণ ক্ষমতার গ্যালারি থাকলেও স্বাস্থ্য বিধি মেনে ম্যাচটি মাঠে বসে দেখতে অনুমতি দেওয়া হয় ৫ হাজার সমর্থককে।
বিজনেস বাংলাদেশ/ এ আর

























