যুক্তরাষ্ট্রে টানা দ্বিতীয়দিন ৭০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। গত একদিনে ৭৩ হাজার ৭৯৫ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে। দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪১ লাখ ছাড়িয়েছে।
আক্রান্ত ও মৃত্যুর বৈশ্বিক তালিকায় শীর্ষে দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১ হাজার ১৫৭ জন। তাতে যুক্তরাষ্ট্রে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১ লাখ ৪৫ হাজার ৩২৪ জনে।
ওয়ার্ল্ডওমিটারের হিসাব মতে, দেশটিতে আক্রান্ত-মৃত্যুর সংখ্যা আরও বেশি। শনাক্ত ৪২ লাখ ৪৮ হাজার ছাড়িয়েছে, আর মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৪৮ হাজার। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ১৪ লাখ ৮৪ হাজার মানুষ। ‘অ্যাকটিভ’ করোনারোগী ২০ লাখ ৭১ হাজার।
বিজনেস বাংলাদেশ/ এ আর