বর্তমান বিশ্বে কে সেরা ফুটবলার তা নিয়ে তর্ক-বিতর্কের শেষ নেই। ২০১৭ সালে পুরস্কার অর্জনের দিক থেকে এগিয়ে ছিলেন পর্তুগিজ সুপারস্টার রোনালদো। তবে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার ভোটে ২০১৭ সালের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন আর্জেন্টাইন তারকা মেসি।
জানা গেছে, ফুটবলারদের ২০১৭ সালের পারফরম্যান্সের উপর ভিত্তি করে ১০০ জন সেরা খেলোয়াড় নির্বাচন করেছে মার্কা। সেখানেই রিয়াল মাদ্রিদের রোনালদোকে পেছনে ফেলেছেন বার্সেলোনার মেসি। ১০০ জন খেলোয়াড়ের মধ্যে প্রথম স্থান দখল করে নিয়েছেন তিনি।
মেসি পুরো বছর জুড়েই ছিলেন দুর্দান্ত। ব্যালন ডি’অর জয় করতে পারেননি ঠিক, তবে লা লিগায় সর্বোচ্চ স্কোরারের পুরস্কার হিসেবে হাতে তুলেছেন ইউরোপিয়ান গোল্ডেন শ্যু ও পিচিচি ট্রফি। এছাড়া, বার্সার ঘরে তুলে দিয়েছেন কোপা দেল রে’র শিরোপা। বছর শেষ করেছেন ৫৪ গোল ও ১৯ অ্যাসিস্টের মধ্য দিয়ে।


























