নগদ অর্থ বিতরণ করলেন মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯৬ ব্যাচের শিক্ষার্থীরা
দেশের ক্রান্তিলগ্নে অসহায়, দিনমুজুর ও ছিন্নমূল মানুষের মাঝে সিরাজদিখানের কুচিয়ামোড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯৬ ব্যাচের উদ্যোগে ২শতাধিক পরিবারের মাঝে ঈদ উপলক্ষে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
গতকাল শনিবার দুপুরে উপজেলার কুচিয়ামোড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের স্কুল মাঠ প্রাঙ্গনে বিভিন্ন ওয়ার্ডের কর্মহীন, অস্বচ্ছল ও ভানবাসী পরিবারের মাঝে ঈদ উপলক্ষে অর্থ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন,কেয়াইন ইউপি চেয়ারম্যান ও কুচিয়ামোড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি আশ্রাফ আলী শেখ.আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কফিল উদ্দিন,শ্রীনগর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আহসান হাবিব ,৯৬ ব্যাচের মো.কাউছার হোসাইন, দেলোয়র হোসেন ,সায়েম খান, ভাস্কর,ইলিয়াস উদ্দিন,জাহাঙ্গীর,সোবাহানসহ ১৯৯৬ ব্যাচের শিক্ষার্থীরা ।
জানতে চাইলে আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১৯৯৬ ব্যাচের শিক্ষার্থীরা জানান, করোনা ভাইরাসের কারণে সমাজের খেটে খাওয়া, দিনমজুর ,অসহায় ও দুস্থ মানুষগুলো কাজ না করতে পারায় অনেক কষ্টে দিন পার করছে। আমরা বন্ধুত্বের ভালোবাসার বন্ধনে আবদ্ধ থেকে সবার সহযোগিতার জায়গা থেকে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। এছাড়া করোনার কারনে কর্মহীন মানুষগুলোর পাশে দাঁড়াতে সমাজের উচ্চবিত্তদের এগিয়ে আসতে আহ্বান জানান ১৯৯৬ সালে ব্যাচের শিক্ষার্থীরা ।
বিজনেস বাংলাদেশ/ এ আর