ছ’দিনের বদলে ইউএই-তে তিনদিনের কোয়রান্টিন চাইছে দলগুলিটিম ও পারিবারিক ডিনারের জন্য বিসিসিআই থেকে অনুমতি নিতে হবে দলগুলিকে ২০ অগস্টের আগে ইউএই-তে যাওয়া যাবে না
আইপিএল (IPL) দলগুলো ছয় দিনের বদলে তিন দিনের কোয়রান্টিন চাইছে সংযুক্ত আরব আমিরশাহীতে। বিসিসিআই-এর নিয়ম অনুযায়ী দলগুলিকে সেখানে পৌঁছে ছয় দিনের কোয়রান্টিন থাকার কথা বলা হয়েছিল। এর সঙ্গে নিয়ম করা হয়েছিল, দল ও ফ্যামিলি ডিনারের জন্য আগে থেকে বিসিসিআই-এর কাছ থেকে অনুমতি নিতে। এ ছাড়া বাইরে থেকে কনটাক্টলেস ফুট অর্ডার করার বিষয়েও বুধবার সন্ধেয় ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে আলোচনা হবে বলে পিটিআইকে জানিয়েছেন এক বিসিসিআই কর্তা। বিসিসিআই-এর নিয়ম অনুযায়ী যেচা বদল হতে পারে প্রয়োজনে, প্লেয়ার, সাপোর্ট স্টাফদের প্রথম দিনই পরীক্ষা করা হবে। তার পর করা হবে তাঁদের কোয়রান্টিন থাকার ষষ্ঠ দিন। সেই সব ঠিক থাকলে তবেই তাঁদের ট্রেনিং করার অনুমতি দেওয়া হবে। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে আইপিএল।
এক কর্তা জানিয়েছেন, ‘‘বেশিরভাগই প্লেয়ারই গত ছ’মাসে বেশি খেলার সুযোগ পায়নি এবং সে কারণে তারা যতটা সম্ভব অনুশীলন করতে চাইছে।”
এদিনের মিটিংয়ে ফ্র্যাঞ্চাইজিদের তোলা যে প্রশ্নটি নিয়ে আলোচনা হবে সেটা হল, ‘‘মেডিক্যাল পেশাদারদের উপদেশ অনুযায়ী কি আমরা বাবলের মধ্যে থেকে প্লেয়ারদের অনুশীলনের অনুমতি দিতে পারি এবং ছ’দিনের বদলে তিন দিন কি কোয়রান্টিন থাকা যায়?”
বিসিসিআই দলগুলিকে জানিয়েছে ২০ অগস্টের আগে সংযুক্ত আরব আমিরশাহীতে না যেতে। সিএসকে-কেও তেমনটাই বলা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/ এ আর


























