গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামী ৪ জানুয়ারি।১৯৪৮ সালের ৪ জানুয়ারী জন্ম নেয় বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগের অন্যতম সুপার ইউনিট জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগ।
বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে ব্যাপক উৎসাহ, উদ্দীপনার মধ্য দিয়ে আয়োজনের প্রস্তুতি নিচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে কেন্দ্রীয় ছাত্রলীগকে নানাভাবে সহযোগিতা করছে বাংলাদেশ ছাত্রলীগের এই সুপার ইউনিট । এরই অংশ হিসেবে জবি ক্যাম্পাসে ও ক্যাম্পাসের আশে পাশের এলাকা প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার, ফেস্টুন ও পোস্টার ব্যানারে ছেয়ে গেছে।
কর্মসূচি বিষয়ে জবি ছাত্রলীগের সাধারন সম্পাদক শেখ জয়নুল আবেদীন রাসেল বলেন ,”প্রতিষ্ঠাবার্ষিকীতে চমক দেখাবে জবি ছাত্রলীগ।গৌরব, সংগ্রাম আর ঐতিহ্যের ৭০ বছরে পদার্পণ বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম জন্মদিনে পুরান ঢাকার গুরুত্বপূর্ণ স্থাপনা, বাবুবাজার, সদরঘাট এলাকায়সহ বিভিন্ন জায়গায় আলোকসজ্জার পাশাপাশি ১০ হাজার ফেস্টুন ও পোস্টার করা হবে। এছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আলোকসজ্জা করা হবে। আমরা সংগঠনের ইতিহাস-ঐহিত্য দেশবাসীকে জানাতে চাই। এছাড়াও বিভিন্ন উন্নয়নমূলক কাজ ব্যানার এবং ফেস্টুনের মাধ্যমে দেশবাসীর কাছে তুলে ধরতে চাই। জবি ছাত্রলীগ এবার চমক দেখাবে সুশৃঙ্খলভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের মাধ্যমে। ”


























