০৮:৩০ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫

রাজধানীতে বাসচাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু

ফাইল ছবি

রাজধানীর শনির আখড়া এলাকায় বাসচাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল চালকের নাম মাসুদ হোসেন (৪০)। সকালে দুর্ঘটনার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

মাসুদের মেয়ে মাহমুদা হোসেন বলেন, আমরা মোবাইলে খবর পেয়ে ঢামেক হাসপাতালে ছুটে এসে দেখতে পাই আমার বাবা মারা গেছেন।

নিহত মাসুদের গ্রামের বাড়ি চাঁদপুর সদরে। বর্তমানে ডেমরার শান্তিবাগ এলাকায় পরিবার নিয়ে থাকতেন তিনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্য (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

বীরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাজধানীতে বাসচাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু

প্রকাশিত : ০২:৪৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০

রাজধানীর শনির আখড়া এলাকায় বাসচাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল চালকের নাম মাসুদ হোসেন (৪০)। সকালে দুর্ঘটনার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

মাসুদের মেয়ে মাহমুদা হোসেন বলেন, আমরা মোবাইলে খবর পেয়ে ঢামেক হাসপাতালে ছুটে এসে দেখতে পাই আমার বাবা মারা গেছেন।

নিহত মাসুদের গ্রামের বাড়ি চাঁদপুর সদরে। বর্তমানে ডেমরার শান্তিবাগ এলাকায় পরিবার নিয়ে থাকতেন তিনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্য (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর