১১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

২০১৭ সালে সবচেয়ে বেশি বিক্রিত স্মার্টফোন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : ০৯:১৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০১৮
  • 295

People show their smartphones on December 25, 2013 in Dinan, northwestern France. AFP PHOTO / PHILIPPE HUGUEN (Photo credit should read PHILIPPE HUGUEN/AFP/Getty Images)

গত বছর সবচেয়ে বেশি বিক্রি হওয়া ডিভাইসগুলোর তালিকার শীর্ষে রয়েছে আইফোন। মার্কিন গবেষণা সংস্থা জিবিএইচ ইনসাইটসের প্রতিবেদনে উঠে এসেছে বিষয়টি। জিবিএইচ ইনসাইটস ২০১৭ সালে সবচেয়ে বেশি বিক্রি হওয়া প্রযুক্তি পণ্যগুলোর একটি তালিকা তৈরি করেছে, যাতে এক নম্বরে রয়েছে অ্যাপলের তৈরি আইফোন। গবেষণা সংস্থাটি বলছে, সারাবছর ভালো ব্যবসা করেছে অ্যাপল।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, এককভাবে আইফোনের কোন মডেল শীর্ষস্থান দখল করেনি। আইফোন-এইট, এইট-প্লাস ও আইফোন-এক্স মিলে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ডিভাইসের তালিকার শীর্ষে রয়েছে। ২০১৭ সালে ২৩ কোটি ৩০ লাখ আইফোন বিক্রি হয়। আর দ্বিতীয় স্থানে থাকা স্যামসাং গ্যালাক্সি নোট-এইট এবং গ্যালাক্সি এস-এইট ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলো বিক্রি হয়েছে ৩ কোটি ৩০ লাখ। এছাড়া তৃতীয় স্থানে থাকা অ্যামাজন ইকো ডট ২ কোটি ৪০ লাখ, চতুর্থ স্থানে থাকা অ্যাপল ওয়াচ ২ কোটি এবং পঞ্চম স্থানে থাকা নিনটেন্ডো সুইচ ১ কোটি ৫০ লাখ বিক্রি হয়েছে। জিবিএইচ ইনসাইটস বলছে, এ বছরও সবচেয়ে বেশি বিক্রি হওয়া প্রযুক্তি পণ্যের তালিকায় শীর্ষে থাকবে আইফোন। কারণ, অ্যাপল তাদের আইফোন-এসই মডেলের আপডেটেড ভার্সন নিয়ে আসতে পারে।

ট্যাগ :
জনপ্রিয়

একজন ব্যবসায়ী বান্ধব নেতা ওয়াহিদুল হাসান দিপু

২০১৭ সালে সবচেয়ে বেশি বিক্রিত স্মার্টফোন

প্রকাশিত : ০৯:১৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০১৮

গত বছর সবচেয়ে বেশি বিক্রি হওয়া ডিভাইসগুলোর তালিকার শীর্ষে রয়েছে আইফোন। মার্কিন গবেষণা সংস্থা জিবিএইচ ইনসাইটসের প্রতিবেদনে উঠে এসেছে বিষয়টি। জিবিএইচ ইনসাইটস ২০১৭ সালে সবচেয়ে বেশি বিক্রি হওয়া প্রযুক্তি পণ্যগুলোর একটি তালিকা তৈরি করেছে, যাতে এক নম্বরে রয়েছে অ্যাপলের তৈরি আইফোন। গবেষণা সংস্থাটি বলছে, সারাবছর ভালো ব্যবসা করেছে অ্যাপল।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, এককভাবে আইফোনের কোন মডেল শীর্ষস্থান দখল করেনি। আইফোন-এইট, এইট-প্লাস ও আইফোন-এক্স মিলে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ডিভাইসের তালিকার শীর্ষে রয়েছে। ২০১৭ সালে ২৩ কোটি ৩০ লাখ আইফোন বিক্রি হয়। আর দ্বিতীয় স্থানে থাকা স্যামসাং গ্যালাক্সি নোট-এইট এবং গ্যালাক্সি এস-এইট ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলো বিক্রি হয়েছে ৩ কোটি ৩০ লাখ। এছাড়া তৃতীয় স্থানে থাকা অ্যামাজন ইকো ডট ২ কোটি ৪০ লাখ, চতুর্থ স্থানে থাকা অ্যাপল ওয়াচ ২ কোটি এবং পঞ্চম স্থানে থাকা নিনটেন্ডো সুইচ ১ কোটি ৫০ লাখ বিক্রি হয়েছে। জিবিএইচ ইনসাইটস বলছে, এ বছরও সবচেয়ে বেশি বিক্রি হওয়া প্রযুক্তি পণ্যের তালিকায় শীর্ষে থাকবে আইফোন। কারণ, অ্যাপল তাদের আইফোন-এসই মডেলের আপডেটেড ভার্সন নিয়ে আসতে পারে।