১০:৫৬ অপরাহ্ন, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪

সাকিব কন্যার ছবিতে বাজে মন্তব্য, যা বললেন শিশির

ছবি : সংগৃহীত

সম্প্রতি সাকিব আল হাসানের মেয়ে আলাইনা হাসান অব্রির একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই ছবিতে কিছু লোক আপত্তিকর মন্তব্য করলে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। এর মধ্যেই বিষয়টি খতিয়ে দেখার কথা জানায় পুলিশ। এমন পরিস্থিতিতে বিষয়টি নিয়ে মুখ খুললেন সাকিবপত্নী উম্মে আহমেদ শিশির। জানালেন, এসব বিষয় কানেই নিচ্ছেন না তিনি ও সাকিব। বলেছেন, উচ্চপর্যায়ে এ নিয়ে তদন্ত হচ্ছে। তবে এসব ছোটখাটো বিষয়কে গুরুত্ব না দেওয়ার আহ্বান জানিয়েছেন শিশির।

বর্তমানে সপরিবারে যুক্তরাষ্ট্রে আছেন সাকিব। সেখানেই স্ত্রী-কন্যাদের নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন তিনি। সেখানকার একটি ছবি পোস্ট করেন সাকিব। ছবিতে সূর্যমুখী বাগানে দাঁড়িয়ে আছে হাস্যোজ্জ্বল আলাইনা। তার চুলে গোঁজা ছিল দুটি ফুল। সেই ছবিতে কিছু লোক বাজে মন্তব্য করলেই বিষয়টি আলোচনায় আসে।

গতকাল শুক্রবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে বিষয়টি নিয়ে সাকিবের স্ত্রী শিশির লিখেছেন, ‘আসলে কী ঘটছে, সে ব্যাপারে আমি অবগত ছিলাম না। কারণ, এসব বিষয় আমাদের বিরক্ত করে না। পাবলিক ফিগার হিসেবে আমাদের অনেক ভক্ত, অনুসারী, শুভাকাঙ্ক্ষী ও সমালোচনাকারী আছে। আমরা মনোযোগের কেন্দ্রে থাকি, এটা একটা ভালো ব্যাপার।’

এরপর শিশির লিখেছেন, ‘বিশ্বের অনেক দেশের তারকারাই এ ধরনের ঘটনার শিকার হন। কিন্তু অন্য দেশের মানুষের কাছে প্রতিবাদের নামে হাজারো ভালো মন্তব্যের মধ্য থেকে খুঁজে খুঁজে চার-পাঁচটা খারাপ মন্তব্য তুলে এনে প্রচারের সময় নেই। পুরো ঘটনাটা নিয়ে তোলপাড় হচ্ছে আসলে হাজারো ভালো মন্তব্যের ভিড়ে করা চারটি খারাপ মন্তব্য নিয়ে। আমি এসব মন্তব্যকারীকে নিয়ে কিছু বলব না, কারণ ওদের কথায় আমাদের কিছুই যায় আসে না। আমি বিরক্ত কিছু ফেসবুক পেজের অ্যাডমিনদের ওপর, যারা ওই চারটি মন্তব্য খুঁজে বের করে, যেটা কোনো ঘটনাই নয়, সেটাকে বড় ঘটনা বানিয়েছেন। উচ্চপর্যায়ে এ নিয়ে তদন্ত হচ্ছে। এই ফাঁকে আপনারা নিজেদের পেজের কিছু প্রচার কামিয়ে নিন! এসব আমাদের উদ্দেশ্য কিংবা জীবনযাপনে কোনো পরিবর্তন আনবে না। কারণ এসব তুচ্ছ ব্যাপার আমরা গুরুত্ব দিই না।’

এদিকে বাজে মন্তব্যকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শুক্রবার পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের সহকারী উপকমিশনার (এডিসি) মো. নাজমুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

নাজমুল ইসলাম বলেন, ‘সাকিব আল হাসানের কন্যার একটি ছবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে। বিষয়টি আমাদের নজরে এসেছে। যারা কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, তাদের ব্যাপারে আমরা কাজ করছি। যারা বাজে মন্তব্য করেছে, তারা আমাদের নজরদারিতেই আছে। দ্রুতই আমরা তাদের ধরতে সক্ষম হব।’

বিজনেস বাংলাদেশ/ এ আর

জনপ্রিয়

রংপুরে রেল স্টেশনে বৈষম্য উন্নয়ন হয়নি,প্রতিবাদে অবরোধ

সাকিব কন্যার ছবিতে বাজে মন্তব্য, যা বললেন শিশির

প্রকাশিত : ০২:৫৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০

সম্প্রতি সাকিব আল হাসানের মেয়ে আলাইনা হাসান অব্রির একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই ছবিতে কিছু লোক আপত্তিকর মন্তব্য করলে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। এর মধ্যেই বিষয়টি খতিয়ে দেখার কথা জানায় পুলিশ। এমন পরিস্থিতিতে বিষয়টি নিয়ে মুখ খুললেন সাকিবপত্নী উম্মে আহমেদ শিশির। জানালেন, এসব বিষয় কানেই নিচ্ছেন না তিনি ও সাকিব। বলেছেন, উচ্চপর্যায়ে এ নিয়ে তদন্ত হচ্ছে। তবে এসব ছোটখাটো বিষয়কে গুরুত্ব না দেওয়ার আহ্বান জানিয়েছেন শিশির।

বর্তমানে সপরিবারে যুক্তরাষ্ট্রে আছেন সাকিব। সেখানেই স্ত্রী-কন্যাদের নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন তিনি। সেখানকার একটি ছবি পোস্ট করেন সাকিব। ছবিতে সূর্যমুখী বাগানে দাঁড়িয়ে আছে হাস্যোজ্জ্বল আলাইনা। তার চুলে গোঁজা ছিল দুটি ফুল। সেই ছবিতে কিছু লোক বাজে মন্তব্য করলেই বিষয়টি আলোচনায় আসে।

গতকাল শুক্রবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে বিষয়টি নিয়ে সাকিবের স্ত্রী শিশির লিখেছেন, ‘আসলে কী ঘটছে, সে ব্যাপারে আমি অবগত ছিলাম না। কারণ, এসব বিষয় আমাদের বিরক্ত করে না। পাবলিক ফিগার হিসেবে আমাদের অনেক ভক্ত, অনুসারী, শুভাকাঙ্ক্ষী ও সমালোচনাকারী আছে। আমরা মনোযোগের কেন্দ্রে থাকি, এটা একটা ভালো ব্যাপার।’

এরপর শিশির লিখেছেন, ‘বিশ্বের অনেক দেশের তারকারাই এ ধরনের ঘটনার শিকার হন। কিন্তু অন্য দেশের মানুষের কাছে প্রতিবাদের নামে হাজারো ভালো মন্তব্যের মধ্য থেকে খুঁজে খুঁজে চার-পাঁচটা খারাপ মন্তব্য তুলে এনে প্রচারের সময় নেই। পুরো ঘটনাটা নিয়ে তোলপাড় হচ্ছে আসলে হাজারো ভালো মন্তব্যের ভিড়ে করা চারটি খারাপ মন্তব্য নিয়ে। আমি এসব মন্তব্যকারীকে নিয়ে কিছু বলব না, কারণ ওদের কথায় আমাদের কিছুই যায় আসে না। আমি বিরক্ত কিছু ফেসবুক পেজের অ্যাডমিনদের ওপর, যারা ওই চারটি মন্তব্য খুঁজে বের করে, যেটা কোনো ঘটনাই নয়, সেটাকে বড় ঘটনা বানিয়েছেন। উচ্চপর্যায়ে এ নিয়ে তদন্ত হচ্ছে। এই ফাঁকে আপনারা নিজেদের পেজের কিছু প্রচার কামিয়ে নিন! এসব আমাদের উদ্দেশ্য কিংবা জীবনযাপনে কোনো পরিবর্তন আনবে না। কারণ এসব তুচ্ছ ব্যাপার আমরা গুরুত্ব দিই না।’

এদিকে বাজে মন্তব্যকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শুক্রবার পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের সহকারী উপকমিশনার (এডিসি) মো. নাজমুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

নাজমুল ইসলাম বলেন, ‘সাকিব আল হাসানের কন্যার একটি ছবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে। বিষয়টি আমাদের নজরে এসেছে। যারা কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, তাদের ব্যাপারে আমরা কাজ করছি। যারা বাজে মন্তব্য করেছে, তারা আমাদের নজরদারিতেই আছে। দ্রুতই আমরা তাদের ধরতে সক্ষম হব।’

বিজনেস বাংলাদেশ/ এ আর