০৩:২১ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

অভিনেতা মোশাররফ করিমের জন্মদিন আজ

  • বাবুল হৃদয়
  • প্রকাশিত : ০৩:৩৯:২৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০
  • 109

অভিনেতা মোশাররফ করিমের

জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের জন্মদিন আজ। বিশেষ এই দিনে পরিবার, স্বজন ও ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন তিনি। দিনটি আয়োজনহীন ভাবেই কাটবেন জানান তিনি। করোনা ভাইরাসের কারণে জন্মদিন ঘিরে কোনো আয়োজন করছেন না। জনপ্রিয় এই অভিনেতার জন্মদিনে বিজনেস বাংলাদেশ পরিবার থেকে জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন।

১৯৭২ সালের ২২ আগস্ট ঢাকায় মোশাররফ করিমের জন্ম। তার অভিনয়ের শুরু থিয়েটারে। তারিক আনাম খানের দল নাট্যকেন্দ্রর সদস্য তিনি।

মোশাররফ করিম ১৯৯৯ সালে ফেরদৌস পরিচালিত ‘অতিথি’ নাটকের মাধ্যমে ছোট পর্দায় পা রাখেন। তবে প্রতিষ্ঠা পান ২০০৪ সাল নাগাদ। ওই বছর বিখ্যাত টেলিফিল্ম ‘ক্যারাম’-এ তিশার বিপরীতে অভিনয় করেন। এরপর থেকে কয়েকশ’ নাটকের প্রধান মুখ তিনি। এখনো সমান তালে অভিনয় করে যাচ্ছেন।

আলোচিত নাটকের মধ্যে রয়েছে জিম্মি, দুই রুস্তম, আন্তনগর, ফ্লেক্সিলোড, কিংকর্তব্যবিমূঢ়, আউট অব নেটওয়ার্ক, সাদা গোলাপ, ৪২০, জুয়া, সুখের অসুখ, সিরিয়াস কথার পরের কথা, সন্ধান চাই, ঠুয়া, লস, সিটি লাইফ, বিহাইন্ড দ্য সিন, তালা, শূন্য পিক পকেট, ফাউল, জাঁতাকল, হ্যালো, সাকিন সারিসুরি, তোমার দোয়ায় ভালো আছি মা, এফএনএফ, মাইক, দেনমোহর, ভালোবাসার উল্টো পিঠ, বিহাইন্ড দ্য ট্র‍্যাপ, জিম্মি, চাঁদের নিজস্ব কোনো আলো নেই, কাঁটা, জিম্মি, উচ্চ মাধ্যমিক সমাধান, আমি হিমু হতে চাই, জর্দা জামাল, সেই রকম চা খোর, হাউসফুল, খেলা, রেডিও চকলেট, তালা, চুপ! ভাই কিছু বলবে, দ্য জেন্টেলম্যান, অভিনন্দন, যমজ, দানব, যে শহরে টাকা উড়ে ও বোধ।

বেশ কিছু চলচ্চিত্রেও অভিনয় করেছেন। প্রথম সিনেমা ‘জয়যাত্রা’। এর পর করেছেন রূপকথার গল্প, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, টেলিভিশন, অজ্ঞাতনামা, প্রজাপতি, কমলা রকেট ও হালদা।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

জনপ্রিয়

শীত-কুয়াশা কদিন থাকবে জানাল আবহাওয়া অফিস

অভিনেতা মোশাররফ করিমের জন্মদিন আজ

প্রকাশিত : ০৩:৩৯:২৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০

জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের জন্মদিন আজ। বিশেষ এই দিনে পরিবার, স্বজন ও ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন তিনি। দিনটি আয়োজনহীন ভাবেই কাটবেন জানান তিনি। করোনা ভাইরাসের কারণে জন্মদিন ঘিরে কোনো আয়োজন করছেন না। জনপ্রিয় এই অভিনেতার জন্মদিনে বিজনেস বাংলাদেশ পরিবার থেকে জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন।

১৯৭২ সালের ২২ আগস্ট ঢাকায় মোশাররফ করিমের জন্ম। তার অভিনয়ের শুরু থিয়েটারে। তারিক আনাম খানের দল নাট্যকেন্দ্রর সদস্য তিনি।

মোশাররফ করিম ১৯৯৯ সালে ফেরদৌস পরিচালিত ‘অতিথি’ নাটকের মাধ্যমে ছোট পর্দায় পা রাখেন। তবে প্রতিষ্ঠা পান ২০০৪ সাল নাগাদ। ওই বছর বিখ্যাত টেলিফিল্ম ‘ক্যারাম’-এ তিশার বিপরীতে অভিনয় করেন। এরপর থেকে কয়েকশ’ নাটকের প্রধান মুখ তিনি। এখনো সমান তালে অভিনয় করে যাচ্ছেন।

আলোচিত নাটকের মধ্যে রয়েছে জিম্মি, দুই রুস্তম, আন্তনগর, ফ্লেক্সিলোড, কিংকর্তব্যবিমূঢ়, আউট অব নেটওয়ার্ক, সাদা গোলাপ, ৪২০, জুয়া, সুখের অসুখ, সিরিয়াস কথার পরের কথা, সন্ধান চাই, ঠুয়া, লস, সিটি লাইফ, বিহাইন্ড দ্য সিন, তালা, শূন্য পিক পকেট, ফাউল, জাঁতাকল, হ্যালো, সাকিন সারিসুরি, তোমার দোয়ায় ভালো আছি মা, এফএনএফ, মাইক, দেনমোহর, ভালোবাসার উল্টো পিঠ, বিহাইন্ড দ্য ট্র‍্যাপ, জিম্মি, চাঁদের নিজস্ব কোনো আলো নেই, কাঁটা, জিম্মি, উচ্চ মাধ্যমিক সমাধান, আমি হিমু হতে চাই, জর্দা জামাল, সেই রকম চা খোর, হাউসফুল, খেলা, রেডিও চকলেট, তালা, চুপ! ভাই কিছু বলবে, দ্য জেন্টেলম্যান, অভিনন্দন, যমজ, দানব, যে শহরে টাকা উড়ে ও বোধ।

বেশ কিছু চলচ্চিত্রেও অভিনয় করেছেন। প্রথম সিনেমা ‘জয়যাত্রা’। এর পর করেছেন রূপকথার গল্প, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, টেলিভিশন, অজ্ঞাতনামা, প্রজাপতি, কমলা রকেট ও হালদা।

বিজনেস বাংলাদেশ/বিএইচ