ঘন কুয়াশার কারণে বন্ধ রয়েছে মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথের ফেরি চলাচল। প্রায় শ’খানেক যানবাহন নিয়ে মাঝ পদ্মায় নোঙ্গর করা আছে, রো রো ফেরি শাহ মুগডুম ও এনায়েতপুরি। এছাড়া দুটি কে টাইপ ও একটি টানা ফেরিসহ মোট পাঁচটি ফেরি আটকা পড়ে আছে।
বি আই ডব্লিউ টি সির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক গিয়াস উদ্দিন পাটোয়ারীর জানান, বৃহস্পতিবার রাতে ফেরি চলাচল স্বাভাবিক থাকলেও শেষ রাতে কুয়াশার তীব্রতা বাড়তে থাকলে, ফেরি চলাচলে বিঘ্ন ঘটে। ফলে ঝুঁকি এড়াতে ভোর ৪টা থেকে এই রুটের ফেরি চলাচল বন্ধ করে দিতে হয়েছে।
পারাপার হতে না পারা রাতের কিছু সংখ্যক যানবাহন এবং সকালে জমতে থাকা গাড়িসহ মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে প্রায় দেড় শতাধিক যানবাহনের সারি বেঁধেছে বলে জানান পাটোয়ারী। তবে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে বলেও জানান তিনি।




















