পাবনার ঈশ্বরদীতে গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে বিষয়টি জানিয়েছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন।
তিনি জানান, বৃহস্পতিবার রাত ১১টায় ঈশ্বরদী উপজেলার লক্ষিকুন্ডা ইউনিয়ের দাদাপুর বাজার এলাকা থেকে আড়াই’শ পিস গাঁজাসহ দুই যুবককে আটক করা হয়। পরে তাদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শুক্রবার সকালে পাবনার কারাগারে পাঠানো হবে।
আটকরা হলেন, রিপন আলী উপজেলার লক্ষিকুন্ডা ইউনিয়ের কামালপুর মোল্লা গ্রামের আকাদের ছেলে ও বাবুল হোসেন একই গ্রামের আবুল হোসেনের ছেলে।




















