রাজশাহীতে আলাদাভাবে ও নামে আলোচিত ৫ জানুয়ারি পালন করেছে আওয়ামী লীগ ও বিএনপি। শুক্রবার সকালে দিনটি উপলক্ষ্যে দল দু’টি আলাদা কর্মসূচি পালন করে।
গণতন্ত্র হত্যা দিবস হিসেবে ৫ জানুয়ারি পালন করছে বিএনপি। রাজশাহী জেলা ও মহানগর বিএনপি নেতাকর্মীরা আলাদাভাবে নগরীতে কালো পতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে। কালো পতাকা মিছিল ও বিক্ষোভে সভাপতিত্ব করেন নগর বিএনপি সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল। এসময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু।
অন্যদিকে, রাজশাহীতে গণতন্ত্র ও সংবিধান রক্ষা দিবস হিসেবে ৫ জানুয়ারি পালন করেছে আওয়ামী লীগ। সকালে নগরীর কুমারপাড়া দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে। সমাবেশে সভাপতিত্ব করেন নগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন। বক্তব্য দেন সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ নগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।




















