০৭:২৫ পূর্বাহ্ন, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪

ঈদের পর এভাবেই ফিরলেন মেহজাবীন

গেল কয়েক বছরে ছোটপর্দায় রাজত্ব করছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তার নাটক মানেই আলোচনা কিংবা হিট! ঈদের আনন্দ সূচিজুড়েই থাকেন তিনি।

শেষ ঈদে ১২টিতে অভিনয় করেছিলেন তিনি। এরপর আর নতুন নাটকে পাওয়া যায়নি তাকে। অবশেষে ফিরলেন কাজে। ২৩ আগস্ট থেকে শুরু করেন নতুন নাটক। নাম ‘আবার ভালোবাসার সাধ জাগে’। গতকাল (২৪ আগস্ট) মধ্যরাতে শেষ হয়েছে এর কাজ। এতে তার বিপরীতে আছেন আফরান নিশো। আর নাটকটি পরিচালনা করেছেন তুহিন হোসেন।

মেহজাবীন বলেন, ‘ঈদের পরপরই কাজে ফিরতে চাইনি। চেয়েছি পরিবারের সঙ্গে আনন্দঘন সময় পার করতে। তাই তিন সপ্তাহ পর শুটিং করলাম। তবে এখন কাজে ফিরলেও সতর্কতা মেনেই কাজ করছি। টানা কাজ না করে গ্যাপ দিয়ে কাজ করবো।’

পরিচালক তুহিন বললেন, ‘লকডাউনের আগে মেহজাবীন ও আফরান নিশো আমার নাটক করেই কোয়ারেন্টিনে গিয়েছিলেন। আবার ঈদের আগেও সেই নাটকের কাজ শেষ করে ঈদের ছুটিতে গিয়েছিলেন। এবার ঈদের পর তারা একসঙ্গে নতুন এই নাটক দিয়েই শুটিংয়ে ফিরলেন। বিষয়টি আমার কাছে কাকতালীয় ও বেশ মজার লেগেছে।’

এই নির্মাতা জানান, নাটকে তাদের দুটি সময়ের চেহারা উঠে আসবে। মূলত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান ‘আবার ভালোবাসার সাধ জাগে’ থেকেই নাটকটি অনুপ্রাণিত। কবির প্রয়াণ দিবস (২৯ আগস্ট) উপলক্ষে এটি প্রযোজনা প্রতিষ্ঠান ‘৩৬০’ তৈরি করেছে। একটি বেসরকারি টিভিতে নাটকটি প্রচার হবে বলে জানালেন তুহিন।

বিজনেস বাংলাদেশ/ প্রান্ত

জনপ্রিয়

মুরাদনগরের সাবেক ৫বারের এমপি কায়কোবাদের অপেক্ষায় নেতাকর্মী ও সাধারণ মানুষ

ঈদের পর এভাবেই ফিরলেন মেহজাবীন

প্রকাশিত : ০৪:৪১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০

গেল কয়েক বছরে ছোটপর্দায় রাজত্ব করছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তার নাটক মানেই আলোচনা কিংবা হিট! ঈদের আনন্দ সূচিজুড়েই থাকেন তিনি।

শেষ ঈদে ১২টিতে অভিনয় করেছিলেন তিনি। এরপর আর নতুন নাটকে পাওয়া যায়নি তাকে। অবশেষে ফিরলেন কাজে। ২৩ আগস্ট থেকে শুরু করেন নতুন নাটক। নাম ‘আবার ভালোবাসার সাধ জাগে’। গতকাল (২৪ আগস্ট) মধ্যরাতে শেষ হয়েছে এর কাজ। এতে তার বিপরীতে আছেন আফরান নিশো। আর নাটকটি পরিচালনা করেছেন তুহিন হোসেন।

মেহজাবীন বলেন, ‘ঈদের পরপরই কাজে ফিরতে চাইনি। চেয়েছি পরিবারের সঙ্গে আনন্দঘন সময় পার করতে। তাই তিন সপ্তাহ পর শুটিং করলাম। তবে এখন কাজে ফিরলেও সতর্কতা মেনেই কাজ করছি। টানা কাজ না করে গ্যাপ দিয়ে কাজ করবো।’

পরিচালক তুহিন বললেন, ‘লকডাউনের আগে মেহজাবীন ও আফরান নিশো আমার নাটক করেই কোয়ারেন্টিনে গিয়েছিলেন। আবার ঈদের আগেও সেই নাটকের কাজ শেষ করে ঈদের ছুটিতে গিয়েছিলেন। এবার ঈদের পর তারা একসঙ্গে নতুন এই নাটক দিয়েই শুটিংয়ে ফিরলেন। বিষয়টি আমার কাছে কাকতালীয় ও বেশ মজার লেগেছে।’

এই নির্মাতা জানান, নাটকে তাদের দুটি সময়ের চেহারা উঠে আসবে। মূলত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান ‘আবার ভালোবাসার সাধ জাগে’ থেকেই নাটকটি অনুপ্রাণিত। কবির প্রয়াণ দিবস (২৯ আগস্ট) উপলক্ষে এটি প্রযোজনা প্রতিষ্ঠান ‘৩৬০’ তৈরি করেছে। একটি বেসরকারি টিভিতে নাটকটি প্রচার হবে বলে জানালেন তুহিন।

বিজনেস বাংলাদেশ/ প্রান্ত