সামনেই ত্রিদেশীয় সিরিজ। এ উপলক্ষে বৃহস্পতিবার মিরপুরে অনুশীলনের এক পর্যায়ে সাংবাদিকদের মুখোমুখি হলেন ওয়ানডে ক্রিকেটে ২ হাজার রান থেকে ২ রান দূরে থাকা ইমরুল কায়েস। প্রতিপক্ষ দুই দল দুর্বল হলেও তাদের প্রতি বেশ সমীহই দেখা গেল ইমরুলের কণ্ঠে। সেই সঙ্গে বললেন, প্রতিদ্বন্দ্বীদের নিয়ে বেশি না ভেবে মাঠে নিজেদের পরিকল্পনা বাস্তবায়নের দিকে মনোযোগ দেওয়া উচিত।
ইমরুলের ভাষায়, ‘আমরা যদি আমাদের মত খেলতে পারি তাহলে অতিরিক্ত চিন্তা করার কোনো কারণ নাই। আমরা জানি আমাদের কন্ডিশনে আমরা কতটা ভালো দল। হ্যাঁ, হাথুরুসিংহে আমাদের সম্পর্কে অনেক কিছুই জানেন। কিন্তু মূল ব্যাপার হচ্ছে মাঠে পরিকল্পনা বাস্তবায়ন করা।’
২০১০ সালের পর জিম্বাবুয়ের কাছে কোনো ওয়ানডে হারেনি বাংলাদেশ। শ্রীলঙ্কার মাটিতে গিয়ে তাদের বিপক্ষে সিরিজ জিতে এসেছে গত বছর। তাই দুই দলকে নিয়েই সুখস্মৃতি আছে টাইগারদের। কিন্তু ইমরুল সতর্ক করে বললেন, ‘ক্রিকেটে আপনি বলতে পারেন না যে, অমুক দল পারবে না। যারা যেদিন পরিকল্পনা কাজে লাগাতে পারবে তারাই ম্যাচ জিতবে।’


























